300X70
শুক্রবার , ১০ জুন ২০২২ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

বাজারে বেড়েছে ভোজ্যতেলের দাম, কমেছে সবজির

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুন ১০, ২০২২ ১:০৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: রাজধানীর বাজারে সপ্তাহ ব্যবধানে বেড়েছে ভোজ্যতেলের দাম এবং কমেছে সবজির দাম। ভোজ্যতেল লিটারপ্রতি ৭ টাকা বেড়েছে। তবে চার থেকে পাঁচ দিন পর থেকে বাজারে বাজেটের প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

আজ শুক্রবার (১০ জুন) সকালে রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এসব তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব খন্দকার নূরুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, এক লিটার খোলা সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য হবে ১৮৫ টাকা। আর বোতলজাত এক লিটার সয়াবিনের সর্বোচ্চ খুচরা দাম হবে ২০৫ টাকা। এক লিটার খোলা পাম তেলের দাম হলো ১৫৮ টাকা।

বাজারে ৪০ টাকা কেজি দরে ধুনধুল, পটল, চিচিঙ্গা, মিষ্টি কুমড়া, বিক্রি হচ্ছে। এ ছাড়া পেঁপের কেজি ৫০ টাকা। ৬০ টাকা কেজি দরে করলা, ঢেঁড়স, কচুর লতি, বটবটি বিক্রি হচ্ছে। এক সপ্তাহ ব্যবধানে কেজিতে শসার দাম ৩০-৪০ টাকা বেড়ে ৭০-৮০ টাকায় বিক্রি হচ্ছে। গাজরের দাম কেজি ২০ টাকা বেড়ে হয়েছে ১৮০ টাকা। টমেটোর কেজি ৮০ টাকা। আকারভেদে প্রতি পিস চাল কুমড়া ৪০ টাকা, প্রতি পিস লাউ ৬০ টাকা।

সপ্তাহ ব্যবধানে কেজিতে ৫ টাকা বেড়ে প্রতি কেজি আলু ২৫-৩০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি পেঁয়াজ ৪০-৪৫ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া চায়না রসুন ১৫০-১৬০ টাকা কেজি দরে, দেশি রসুন ৮০-১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এদিকে, এক ডজন লাল ডিম ১২০ টাকা, হাঁসের ডিমের ডজন ১৬০ টাকা এবং প্রতি ডজন দেশি মুরগির ডিম ১৯০ টাকায় বিক্রি হচ্ছে।

গরুর মাংসের দাম অপরিবর্তনীয়, প্রতি কেজি ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। খাসির মাংসের কেজি ৯০০ টাকা। এ ছাড়া প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০-১৮০ টাকা, সোনালি মুরগি প্রতি কেজি ২৭০-২৮০ টাকা এবং প্রতি কেজি লেয়ার মুরগি ২৭০-২৮০ টাকায় বিক্রি হচ্ছে।

তাছাড়া সপ্তাহ ব্যবধানে মাছের দাম বাড়েনি। ৩০০-৪৫০ টাকা কেজিতে রুই ও পাবদা মাছ, ১৬০-১৮০ টাকা কেজিতে তেলাপিয়া ও পাঙাস মাছ বিক্রি হচ্ছে। প্রতি কেজি শিং মাছ ৩০০-৪৬০ টাকা, শোল মাছ প্রতি কেজি ৪০০-৬০০ টাকায় বিক্রি হচ্ছে।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :