300X70
বৃহস্পতিবার , ২২ ডিসেম্বর ২০২২ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

মিরপুরে মুগ্ধতা ছড়াচ্ছেন মুমিনুল

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ডিসেম্বর ২২, ২০২২ ৩:৩৪ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক: ছন্দে ছিলেন না একেবারেই। ভারতের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে তাই একাদশেই জায়গা হয়নি মুমিনুল হকের। তবে মিরপুর টেস্টে সুযোগ পেয়ে দারুণ খেলছেন লাল বলে টাইগারদের সাবেক অধিনায়ক। এরই মধ্যে তুলে নিয়েছেন ফিফটি।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার শুরু ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তিন নম্বরে খেলতে নামা মুমিনুল ৭৮ বলে ফিফটি পূরণ করেন। টেস্ট ক্যারিয়ারে যা তার ১৬তম।

সবশেষ ৯ ইনিংসে মুমিনুল পারেননি দুই অঙ্ক ছুঁতে। এদিন তিনি কেমন করেন, সে নিয়ে ছিল সবার কৌতূহল। তবে এখন পর্যন্ত সবাইকে মুগ্ধ করে চলেছেন ছোটখাটো গড়নের এই বাঁহাতি ব্যাটার।

মুমিনুল এরই মধ্যে ভালো তিনটি জুটি উপহার দিয়েছেন। তৃতীয় উইকেটে সাকিব আল হাসানের সঙ্গে ৪৩, চতুর্থ উইকেটে মুশফিকুর রহিমের সঙ্গে ৪৮ ও পঞ্চম উইকেটে লিটন দাসের সঙ্গে ৪২ রান যোগ করেন।

দিনের দ্বিতীয় সেশনে সাকিব ১৬, ‍মুশফিক ২৬ ও লিটন ২৫ রান করে ফিরে গেছেন। দুই ওপেনার জাকির হাসান ১৫ ও নাজমুল হোসেন শান্ত ২৪ রান করে আউট হন লাঞ্চের আগে।

১৭২ রানে পঞ্চম উইকেট পড়ার পর মুমিনুলের সঙ্গে যোগ দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর ৫৪ ওভারে ১৮৩/৫। মুমিনুল ৬৫ ও মিরাজ ৪ রান নিয়ে ব্যাট করছেন।

চট্টগ্রাম টেস্ট জেতায় সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে ভারত।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :