300X70
রবিবার , ১২ ডিসেম্বর ২০২১ | ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

রাজশাহীতে ট্রাক চাপায় বাবা-ছেলেসহ নিহত ৩

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ডিসেম্বর ১২, ২০২১ ১২:০২ অপরাহ্ণ

সংবাদদাতা, রাজশাহী: রাজশাহীতে পৃথক দুর্ঘটনায় বাবা ও ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে।

গোদাগাড়ীতে ট্রাক চাপায় বাবা ও ছেলে নিহত হয়েছেন।

শনিবার রাত পৌনে ১১টার দিকে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে বিজয়নগর নিমতলা নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের গোলাই গ্রামের আব্দুল জলিলের ছেলে আব্দুস সালাম (৬০) ও ছেলে মো. ইব্রাহিম (৩৫)।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বলেন, আব্দুস সালাম ও তার ছেলে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে ওঠার জন্য নিমতলা বিজয়নগর পার্শ্ব রাস্তায় অপেক্ষা করছিলেন।

এ সময় অজ্ঞাতনামা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে বাবা ঘটনাস্থলে নিহত হন। ইব্রাহিমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত পৌনে তিনটার দিকে মারা যান।

এদিকে, শনিবার রাতে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার আলীগঞ্জে ট্রাক চাপায় আরও একজনের মৃত্যু হয়েছে।

নিহতর নাম মো. পারভেজ (২৪)। তার বাড়ি নগরীর বাগানপাড়া এলাকায়।

রাজপাড়া থানার এসআই কাজল কুমার নন্দী জানান, শনিবার সন্ধ্যার পর পারভেজ তার মোটরসাইকেলে স্ত্রী সুবর্ণা খাতুন (১৮) ও ভাগনি রাইসা খাতুনকে (৭) নিয়ে যাচ্ছিলেন। আলীগঞ্জ এলাকায় একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।

এতে ঘটনাস্থলেই পারভেজ নিহত হন। আহত দুজনকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :