300X70
শুক্রবার , ১ জুলাই ২০২২ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

শপথের আগেই কারাগারে কুসিকের তিন কাউন্সিলর

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুলাই ১, ২০২২ ১:০১ অপরাহ্ণ

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা সিটি করপোরেশনের নবনির্বাচিত তিন কাউন্সিলর। তাঁরা হলেন ১ নম্বর ওয়ার্ডের কাজী গোলাম কিবরিয়া,৮ নম্বর ওয়ার্ডের একরাম হোসেন ও ১৬ নম্বর ওয়ার্ডের মো. জাহাঙ্গীর হোসেন। ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোট করে তাঁরা জয়ী হন। আগামী ৪ জুলাই তাঁদের শপথ হওয়ার কথা রয়েছে।

তাঁদের মধ্যে গোলাম কিবরিয়া ও একরাম হোসেন জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত এবং টানা তিনবারের নির্বাচিত কাউন্সিলর। অন্যদিকে জাহাঙ্গীর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং টানা দুইবারের কাউন্সিলর।

আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ১৩ অক্টোবর দুপুরে শারদীয় দুর্গাপূজায় কুমিল্লা নগরের ঠাকুরপাড়া কালীতলা এলাকার রক্ষাময়ী কালীমন্দিরের ভেতরে প্রতিমা ভাঙচুর, অগ্নিসংযোগ ও মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় পরের দিন ১৪ অক্টোবর কুমিল্লার কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক মো. আলমগীর বাদী হয়ে ২৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে মামলা করেন। ওই মামলায় কুমিল্লা সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোলাম কিবরিয়া ও ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর একরাম হোসেনকে আসামি করা হয়।

তাঁরা ওই মামলায় উচ্চ আদালত থেকে আট সপ্তাহের জামিনে ছিলেন। জামিনে থেকেই তাঁরা নির্বাচনে অংশ নিয়ে জয়ী হন জামিনের মেয়াদ শেষ হওয়ার পর ২১ জুন জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহর আদালতে হাজিরা দেন তাঁরা। একই সঙ্গে জামিনের আবেদন করেন। আদালতের বিচারক তাঁদের জামিন নামঞ্জুর করে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বর্তমানে তাঁরা কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আছেন। ওই দুই কাউন্সিলর টানা তিনবারের নির্বাচিত কাউন্সিলর।
এদিকে ২০২০ সালের ৩১ মার্চ নগরের সংরাইশ এলাকায় বাবু মিয়া নামের এক ব্যক্তির বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় কুমিল্লার ১ নম্বর আমলি আদালতে বাবু মিয়ার স্ত্রী পলিন আক্তার বাদী হয়ে ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. জাহাঙ্গীর হোসেনসহ নয়জনের বিরুদ্ধে মামলা করেন।

কাউন্সিলর জাহাঙ্গীরসহ আট আসামি ২৯ জুন কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আব্বাস উদ্দিনের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালতের বিচারক জাহাঙ্গীরসহ পাঁচ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্য তিনজনকে জামিন দেন। আর একজন পলাতক আছেন।

কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলাম বলেন, সিটি করপোরেশনের ২৭টি সাধারণ ওয়ার্ডের মধ্যে নির্বাচিত ৩ জন কাউন্সিলর কারাগারে আছেন। আগামী ৪ জুলাই নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ হওয়ার কথা রয়েছে। শপথের আগেই তাঁদের বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়কে জানানো হবে। মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক করণীয় ঠিক করা হবে।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে খাদ্যমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ

গাজীপুরে আ.লীগের প্রার্থী বিজয়ী করার লক্ষে যুবলীগের প্রস্তুতি সভা

শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ আসনে বিজয়ী

সারাদেশে করোনায় কর্মহীন পরিবারের জন্য ৫৭২ কোটি টাকা বরাদ্দ

করোনার টিকা না দিতে নিজের দুই সন্তানকেই ‘অপহরণ’ করলেন নারী!

কনভেকশন মাইক্রোওয়েভ ওভেনে সহজে ও স্বাচ্ছন্দ্যে তৈরি করুন স্বাস্থ্যকর খাবার

বাংলাদেশ ইস্যুতে রাশিয়ার ‘অভিযোগ’ প্রসঙ্গে যা বলল যুক্তরাষ্ট্র

মেজর সিনহা হত্যা: আদালতে ১৫ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল

২৫ মার্চের গণহত্যা দিবস উপলক্ষে জনতা ব্যাংকে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

‘চলচ্চিত্র শিল্পে সমস্যা ও উত্তরণের উপায়’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

ব্রেকিং নিউজ :