300X70
শুক্রবার , ৭ এপ্রিল ২০২৩ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

২০২৩-২০২৪ অর্থবছরে রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা ৫ লাখ কোটি টাকা

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
এপ্রিল ৭, ২০২৩ ১০:৫৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : প্রায় ৭ লাখ ৬০ হাজার কোটি টাকা প্রস্তাবিত বাজেটের আকার হতে যাচ্ছে আসন্ন ২০২৩-২০২৪ অর্থবছরের। যা মোট জিডিপির প্রায় ১৫ দশমিক ২০ শতাংশ। আর চলতি ২০২২-২০২৩ অর্থবছরের বাজেটের তুলনায় প্রায় ৮২ হাজার কোটি টাকা বেশি।

এ প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে পাঁচ লাখ কোটি টাকা। যা চলতি অর্থবছরের তুলনায় ৬৭ হাজার কোটি টাকা বেশি। যেখানে ২০২২-২০২৩ অর্থবছরে এনবিআর, এনবিআরবহির্ভূত এবং করবহির্ভূত রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল ৪ লাখ ৩৩ হাজার কোটি টাকা।

অন্যদিকে আসন্ন বাজেটে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) লক্ষ্যমাত্রা হতে যাচ্ছে ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা। যেখানে চলতি অর্থ বছরে লক্ষ্যমাত্রা ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা। অর্থাৎ রাজস্বের লক্ষ্যমাত্রা ১৬ দশমিক ২০ শতাংশ বাড়ানো হচ্ছে আগামী বাজেটে। টাকার অঙ্কে বাড়তি ৬০ হাজার কোটি টাকা আদায় করতে হবে এনবিআরকে।

এছাড়া এনবিআর বহির্ভূত করের মাধ্যমে ২০ হাজার কোটি টাকা এবং করবহির্ভূত রাজস্ব খাত থেকে ৫০ হাজার কোটি টাকা আশা করছে সরকার। এসব তথ্য অর্থ মন্ত্রণালয় ও এনবিআর সূত্রে জানা গেছে।

গতকাল বৃহস্পতিবার (৬ এপ্রিল) নাম প্রকাশ না করে অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, গত বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে বাজেটের আকার ও রাজস্ব আয়ের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তবে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।

তিনি বলেন, রাজস্ব আদায় ও ঘাটতি বাজেটের অর্থায়ন আগামী বাজেটের বড় চ্যালেঞ্জ। বিশেষ করে এনবিআরকে যে বিশাল লক্ষ্যমাত্রা দেওয়া হচ্ছে, সেটা আদায় করা বড় চ্যালেঞ্জ। কারণ চলতি অর্থবছরে আট মাস শেষে ২৩ হাজার কোটি টাকা পিছিয়ে আছে এনবিআর। আগামীর চ্যালেঞ্জ কীভাবে মোকাবেলা করবে প্রতিষ্ঠানটি, সেটাই দেখার বিষয়।

চলতি ২০২২-২০২৩ অর্থবছরে বাজেটের আকার ছিল ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা, যা মোট জিডিপির প্রায় ১৫ দশমিক ৩৮ শতাংশ। ওই বাজেট ২০২১-২০২২ অর্থবছরের বাজেটের তুলনায় ৭৪ হাজার ৩৮৩ কোটি টাকা বেশি ছিল।

‘কোভিডের অভিঘাত কাটিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন’ প্রতিপাদ্য সামনে রেখে ২০২২ সালের ৯ জুন জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেট উপস্থাপন করেছিলেন।

ওই বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয় ৪ লাখ ৩৩ হাজার কোটি টাকা, যার মধ্যে কর ৩ লাখ ৮৮ হাজার কোটি টাকা। যেখানে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাধ্যমে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা। এর মধ্যে ২০২২-২৩ অর্থবছরে আমদানি ও রপ্তানি পর্যায়ে রাজস্বের লক্ষ্যমাত্রা ১ লাখ ১১ হাজার কোটি, মূসক আদায়ে ১ লাখ ৩৬ হাজার ৯০০ কোটি টাকা এবং আয়কর খাতে ১ লাখ ২২ হাজার ১০০ কোটি টাকা লক্ষ্যমাত্রা ধরা হয়।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

শুক্রবার পবিত্র ঈদে মিলাদুন্নবী

জাইকা ও সিটি ব্যাংক এন.এ.-এর সাথে ব্র্যাক ব্যাংকের ১০০ মিলিয়ন মার্কিন ডলারের গ্রীণ ফাইন্যান্স চুক্তি

বিশ্বের জনস্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় হুমকি এখন ওমিক্রন: জি-৭

আদমজী ক্যান্টনমেন্ট স্কুলের অভূতপূর্ব সাফল্যঃ সেনাবাহিনী প্রধানের ট্রফি অর্জন

জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলা মুর্খতার শামিল : এলজিআরডি মন্ত্রী

ওভাই রাইডে ছাড় পা‌বেন বাংলা‌লিংক গ্রাহকরা

খেটে খাওয়া মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণে মেয়র মোঃ আতিক

টিসিবি’র পণ্যে দেশের ৫ কোটি মানুষ উপকৃত হবেন : বাণিজ্যমন্ত্রী

২৫ আগস্ট পর্যন্ত চাল আমদানির আবেদন করা যাবে

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ‘অ্যাপ্রোচিং বাংলাদেশ ট্রেনিং প্রোগ্রাম’-এর উদ্বোধনী অনুষ্ঠান

ব্রেকিং নিউজ :