300X70
রবিবার , ১৯ সেপ্টেম্বর ২০২১ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

৩০ সেপ্টেম্বরের মধ্যে আবাসিক হল খোলার দাবিতে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
সেপ্টেম্বর ১৯, ২০২১ ২:৪৯ অপরাহ্ণ

রাবি: সব আবাসিক হল খুলে দিতে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাধারণ শিক্ষার্থীরা। এ সময়ের মধ্যে হল খুলে না দিলে লাগাতার কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

রোববার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়েছে।

শিক্ষার্থীরা বলছেন, হঠাৎ পরীক্ষা শুরু হওয়ায় অতিরিক্ত ভাড়া দিয়ে মেসে থাকতে হচ্ছে তাদের। সেখানে পড়াশোনারও সঠিক পরিবেশ নেই। আছে নিরপত্তাহীনতা। এছাড়া হল বন্ধ থাকার অজুহাতে মেস মালিকরা অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলেও অভিযোগ শিক্ষার্থীদের।

এদিকে অক্টোবরের প্রথম সপ্তাহে বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাওয়ায় পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী ও অভিভাবকরা আবাসন নিয়ে নানা সমস্যায় পড়বেন বলেও আশঙ্কা করা হচ্ছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, গণিত বিভাগের শিক্ষার্থী রেজাউল করিম, ছাত্র ইউনিয়ন নেত্রী শাকিলা খাতুন ও ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন মিলন প্রমুখ।

এসময় শিক্ষার্থীদের হাতে, ‘এক দফ এক দাবি হল কাম্পাস খুলে দাও’, ‘হল বন্ধ রেখে ভর্তি পরীক্ষা কেন, প্রশাসন জবাব চাই’, ‘৩০ সেপ্টেম্বরের মধ্যে আবাসিক হল খোলা চাই’, ‘আর কোনো দাবি নাই হল ক্যাম্পাস খোলা চাই’ লেখা সম্বলিত প্লাকার্ড দেখা যায়।

পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :