বাঙলা প্রতিদিন ডেস্ক : মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ও নবনিযুক্ত কৃষি মন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর কৃষি কৌশল বিভাগ।
সোমবার (১৫ জানুয়ারি) রাতে ওই সৌজন্য সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছা প্রদান ও আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় কৃষি প্রকৌশলীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন উভয়েই। বাংলাদেশের কৃষি আরো আধুনিক ও স্মার্ট কৃষিতে রূপান্তর করতে আইইবি’র কৃষি কৌশল বিভাগের পক্ষ থেকে সকল প্রকারের সহযোগিতার জন্য নবনিযুক্ত কৃষিমন্ত্রীকে আশ্বাস দেয় আইইবি’র কৃষি কৌশল বিভাগের নের্তৃবৃন্দ।
সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময়ের সময় উপস্থিত ছিলেন আইইবি কৃষিকৌশল বিভাগের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মিছবাহুজ্জামান চন্দন, সেক্রেটারি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মিজানুর রহমান, সাবেক চেয়্যারমান ও বিএডিসি’র সাবেক প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. আবুল কাশেম মিয়া, সাবেক চেয়্যারমান ও বর্তমান সদস্য ইঞ্জিনিয়ার মো. মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া পিইঞ্জ, সাবেক ভাইস চেয়্যারমান ইঞ্জিনিয়ার আরিফ রব্বানী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি যান্ত্রীকীকরণ প্রকপ্লের ডিপিডি ইঞ্জিনিয়ার আলতাফুন নাহার, নদী গবেষণা ইনস্টিটিউটের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ইঞ্জিনিয়ার ড. আলাউদ্দিন হোসেন, আইইবি কৃষি কৌশল বিভাগের সদস্য মো. শরীফুর রহমান, ইঞ্জিনিয়ার মোখলেসুর রহমান খানসহ আইইবি’র কৃষিকৌশল বিভাগের বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ।
আলোচনা শেষে কৃষি কৌশল বিভাগের পক্ষ থেকে কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপিকে আইইবি কৃষি কৌশল বিভাগের বার্ষিক পেপার মিট প্রতিবেদন, বিভিন্ন সময়ে প্রকাশিত জার্ণাল প্রকাশনা উপহার দেওয়া হয়।