বাহিরের দেশ ডেস্ক: ইউক্রেনজুড়ে চলছে রুশ হামলার দাপট। এরই মধ্যে কোনো ঘোষণা ছাড়াই হঠাৎ দেশটির রাজধানী কিয়েভ সফর করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় সোমবার এই ঝটিকা সফর করেন বাইডেন। রাশিয়ার সঙ্গে চলা প্রায় এক বছরের যুদ্ধের মধ্যে এই প্রথম কিয়েভের মাটিতে পা রাখলেন তিনি।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রথমে ইউক্রেনের প্রতিবেশী দেশ পোল্যান্ডে যান বাইডেন। পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এরপরেই হুট করে কিয়েভে যান তিনি, যা পূর্ব পরিকল্পনা অনুযায়ী ছিল না।
বাইডেনকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে একটি ছবি পোস্ট করেছেন তিনি। ওই ছবিতে বাইডেনের সঙ্গে কর্মদন করতে দেখা যায় ইউক্রেনীয় প্রেসিডেন্টকে।
এদিকে, বাইডেনের নিরাপত্তার জন্য সোমবার সকাল থেকেই বন্ধ ছিল কিয়েভের বেশিরভাগ রাস্তা। সে সময় বলা হয় একজন বিশেষ অতিথি আসছেন, কিন্তু তার নাম বলা হয়নি।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এই হামলাকে বিশেষ সামরিক অভিযান বলে আখ্যা দিয়েছে মস্কো। অন্যদিকে, যুদ্ধের পর থেকেই কিয়েভকে সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্র।