অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : গ্লোবাল ইসলামী ব্যাংকের মহাখালী শাখা আজ রোববার (১২ জুন) হতে নতুন ঠিকানা ‘শামসুদ্দীন ম্যানসন’, ৭৩ মহাখালী, ঢাকায় আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে।
পূর্বে এই শাখার কার্যক্রম ‘রেড ক্রিসেন্ট কনকর্ড টাওয়ার, ১৭ মহাখালী, ঢাকা’ হতে পরিচালিত হতো। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী মশিউর রহমান জেহাদ, উপ ব্যবস্থাপনা পরিচালক আতাউস সামাদ, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ, মহাখালী শাখার ব্যবস্থাপক, ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ আমন্ত্রিত সম্মানীত অতিথি ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।
অত্যাধুনিক প্রযুক্তি ও বিস্বস্ত ব্যাংকিং সেবার মাধ্যমে গ্লোবাল ইসলামী ব্যাংক দেশব্যাপী তাঁঁর স্বকীয়তা বজায় রেখে সেবা প্রদান করবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।