নিজস্ব প্রতিবেদক : ঢাকা জেলা সাংবাদিকদের সংগঠন ঢাকা সাংবাদিক ফোরামের নতুন অফিস উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) পুরানা পল্টনে দারুস সালাম আর্কেড ১০ম তলায় অফিসের উদ্বোধন করেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শাহীন আহমেদ।
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া।
সংগঠনের সভাপতি শামীম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহসভাপতি বরুন ভৌমিক নয়ন, লাবন্য ভূইয়া, ঈহিতা জলিল, সাধারণ সম্পাদক আকতার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন কাওসার, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, কোষাধ্যজ্ঞ জাহিদ রহমান, নারী বিষয়ক সম্পাদক আফসানা নীলা, প্রচার সম্পাদক লিটন মাহমুদ, নির্বাহী সদস্য মাহমুদ রশিদ, তামজিদ রনি, আবু হোরায়রা তামিম, আনোয়ার হোসেন পিন্টুসহ সিনিয়র সাংবাদিক নেতৃবৃন্দ।