নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জের অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ কক্সবাজারের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ইয়াবাসহ আটক, মো.আলী আহাম্মদ (৫৫), কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের জয়নাল আবেদীনের ছেলে।
সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে ইয়াবা এনে কোম্পানীগঞ্জসহ নোয়াখালীর বিভিন্ন স্থানে বিক্রি করতো। সে একজন চিহিৃত মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) রাতে উপজেলার বসুরহাট পৌরসভার ৩নং ওয়ার্ডের করালিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার আটক আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
জেলা ডিবি পুলিশের ওসি আবু হুসাইন খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরও জানান, এ ঘটনায় আটককৃত মাদক ব্যবসায়ীকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।