বাঙলা প্রতিদিন ডেস্ক : বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত বিএ/বিএসএস পরীক্ষা -২০২২ সারাদেশে শুক্রবার (২৯ নভেম্বর) থেকে একযোগে শুরু হয়েছে। এ বছরের বিএ/বিএসএস পরীক্ষায় ফরিদপুর আঞ্চলিক কেন্দ্রের অধীনে ৫টি
জেলায় (ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ) ২৫টি স্টাডি সেন্টারের ২১টি পরীক্ষা কেন্দ্রের মাধ্যমে ১০৬৯২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।
জেলা ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ফরিদপুর আঞ্চলিক কেন্দ্রের পরিচালক, গবেষক, লেখক ও কলামিষ্ট ড. মেজবাহ উদ্দিন তুহিন পরীক্ষার প্রথম দিনে আলফাডাঙ্গা সরকারি কলেজ, আলফাডাঙ্গা, ফরিদপুর পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
পরীক্ষা পরিদর্শনকালে তিনি কলেজের অধ্যক্ষ, সমন্বয়কারী, টিউটর, পরীক্ষা কেন্দ্রের কক্ষ পরিদর্শক ও উপজেলা প্রশাসনের প্রতিনিধির সাথে বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অনলাইন কার্যক্রম, ই-লার্ণিং, দূরশিক্ষণ এবং অত্যাধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা ও বাউবি’র শিক্ষা কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন। তিনি দেশ ও জাতি গঠনে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে সকলের সহযোগিতা কামনা করেন।