নিজস্ব প্রতিবেদক বাঙলা প্রতিদিন: নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফিরছেই না। এক পণ্যে দাম কিছুটা কমছে তো আরও দুটির দাম বাড়ছে। গেল এক সপ্তাহে মাছ, সবজি, মুরগি ও ডিমের দাম কিছুটা কমলেও নতুন করে বেড়েছে ডালের দাম। আর চালের বাজার তো অস্থির আরও কয়েক দিন আগে থেকেই। ফলে কয়েকটি পণ্যের দাম কমার সুফল পাচ্ছেন না ভোক্তারা।
গতকাল সোমবার রাজধানীর কয়েকটি পাইকারি ও খুচরা বাজার ঘুরে দেখা গেছে, আমদানি করা অ্যাংকর ডাল ছাড়া প্রায় সব ডালের দামই কেজিতে বেড়েছে ৫ থেকে ২০টা পর্যন্ত। চালের দামও মানভেদে ৪ থেকে ৭ টাকা বেড়েছে। তবে প্রায় বেশিরভাগ সবজির দাম কমেছে কেজিপ্রতি ৫ থেকে ১০ টাকা করে। ডিমের দামও ডজনে ৫ টাকা করে কমেছে। সবচেয়ে বেশি কমেছে ব্রয়লার মুরগির দাম। আগের সপ্তাহে বাজারভেদে ব্রয়লার মুরগির কেজি ১৬৫ থেকে ১৭০ টাকায় উঠলেও গতকাল তা ১৪৫ থেকে ১৫০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
এদিকে চাল-ডালের বাজার ঊর্ধ্বমুখী হলেও কমতে শুরু করেছে সবজির দাম। পটোল, লাউ, কুমড়া, টমেটোর মতো চাহিদার তুঙ্গে থাকা সবজিগুলোতে কেজিপ্রতি প্রায় ১০ টাকা করে কমেছে। পটোল বর্তমানে ৪০ টাকা বিক্রি হচ্ছে যা গত সপ্তাহে ছিল ৫০-৫৫ টাকা। এ ছাড়া টমেটো বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা, কলা ৪০ টাকা, কচুর লতি ৬০-৬৫ টাকা, করলা ৪০-৪৫ টাকা, ফুলকপি ৪০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, পেঁপে ৪৫-৫০ টাকা, কাঁচা মরিচ ৭০-৮০ টাকা।
গত সপ্তাহের তুলনায় ডজনপ্রতি ৫ টাকা কমেছে ডিমে। আগের সপ্তাহে প্রতি ডজন ১২৫ টাকা বিক্রি হলেও বর্তমানে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির দামও কেজিতে ২০ টাকার মতো কমেছে। কমেছে ইলিশ ছাড়া প্রায় সব ধরনের মাছের দামও।