মাঠে-মাঠে ডেস্ক: আগামী ২০ জানুয়ারী থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ।এই সিরিজ উপলক্ষে আজ সোমবার ২৪ সদস্যের প্রাথমিক একটি দল দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। আর আগামী বৃহস্পতিবার থেকে টাইগারদের ক্যাম্প শুরু হওয়ার ২৪ সদস্যের দল ঘোষণা করার কথা রয়েছে। তবে, এখনো সুরাহা হয়নি মাশরাফীর দলে থাকা না থাকার বিষয়টি।
মাশরাফী ইস্যুতে নিশ্চুপ সবাই। ক্যাপ্টেন ফ্যান্টাস্টিককে রাখা না রাখার সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি এখনো। তাই পরিস্থিতি বিবেচনায় আবারো বিব্রত মাশরাফী। ট্যুইটে জানিয়েছেন মনের কথা। ঝেড়েছেন সমালোচকদেরও।
ক্যারিবীয়দের বিপক্ষে টাইগার একাদশের ওপেনিংয়ে অটো চয়েজ ক্যাপ্টেন তামিম ইকবাল, রাইট-লেফট কম্বিনেশনে তার সঙ্গী লিটন দাস। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে দু’জনই ছিলেন টপ স্কোরার।
আরেক বা হাতি ওপেনার নাজমুল শান্তও আছেন টপ ফর্মে। ক্যারিবীয়দের বিপক্ষে নামতে পারেন ওয়ান ডাউনে। তবে, নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফেরা সাকিব যদি বিশ্বকাপের মতো তিনেই খেলতে চান, তাহলে একাদশে শান্তর জায়গা নিয়ে টানাটানি। চার নম্বর পজিশনে নিশ্চিতভাবেই মুশফিকুর রহিম। আর কন্ডিশন বুঝে পাঁচ অথবা ছয়ে রিয়াদ।
পরের পজিশনটা নিয়ে রয়েছে বেশ প্রতিযোগিতা। বিবেচনায় থাকবেন দুই ব্যাটিং অলরাউন্ডার সৌম্য-মোসাদ্দেক। স্পিন অলরাউন্ডার আফিফকেও জোর বিবেচনায় রাখবেন নির্বাচকেরা। দুই মেহেদিকে নিয়েও চলবে টানাটানি। অবশ্য সাম্প্রতিক পারফরমেন্সে মেহেদি মিরাজ ঢের পিছিয়ে। তবে, একমাত্র পিওর পেস অলরাউন্ডার সাইফউদ্দিন, ইনজুরি মুক্ত থাকলে দলে নিশ্চিত সুযোগ। তাকে, টক্কর দেয়ার মতো কেউ নাই।
শেষের তিন পজিশন বিবেচনায় সবার আগে পেসার মুস্তাফিজ। ফিজের সঙ্গে জুটি গড়তে রুবেল, তাসকিন, আল আমিন থেকে যেকোনো দু’জনকে বেছে নেবেন নির্বাচকরা। সম্ভাব্য এমন একাদশ মাথায় রেখেই নির্বাচকরা সাজিয়েছেন ২৪ সদস্যের প্রাথমিক দল।