বাঙলা প্রতিদিন ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ঘটনায় যৌথ বাহিনির অভিযানে মোট ৪৫ জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। শনিবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে বসিলা ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে মেজর নাজিম এ তথ্য জানান।
তিনি জানান, গ্রেফতারদের মধ্যে সরাসরি ছিনতায়ের জন্য ৩ জন, দোকানে ডাকাতির জন্য ২ জন এবং সন্দেহভাজন ছিনতাইকারী হিসেবে ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে আগামীকাল মোহাম্মদপুরের বিভিন্ন হাউজিং এলাকায় অস্থায়ী ক্যাম্প করা হবে। যাতে সাধারণ মানুষ স্বস্তিতে থাকতে পারে।
মেজর নাজিম জানান, বিভিন্ন সিসিটিভি এবং ভিডিও ফুটেজ দেখে তাদের গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ২-৩ জন মাদক ব্যবসার সাথে জড়িত থাকতে পারে বলে জানান তিনি।
কিশোর গ্যাঙইয়ের বেশ কয়েকজনের হাতে আলাদা আলাদা ট্যাটু বা উল্কি আকানো ছিলো। ধারণা করা হচ্ছে একেক গ্যাঙয়ের সদস্যরা আলাদা ট্যাটু করে ছিনতাই কার্যক্রম চালাতো।