বাঙলা প্রতিদিন ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত রাঙ্গুনিয়া বোয়ালখালী( আংশিক) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপির সমর্থনে চট্টগ্রাম উত্তরজেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ সোমবার ১ জানুয়ারি রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনায় লিচুবাগান এলাকায় প্রচার প্রচারনা চালান।
এসময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য একেএম আজগর আলী, ৭ জানুয়ারী নির্বাচনে ড. হাছান মাহমুদ কে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।
পথচারী দোকানদার, ব্যবসায়ী রিক্সা, অটোরিকশা চালক সহ সর্বস্তরের জনগনর মাঝে প্রচার পত্র বিলি করেন।
চট্রগ্রাম উত্তরজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন রিয়াজ বলেন, রাঙ্গুনিয়ায় ড. হাছান মাহমুদ ৫০০০ কোটি টাকার ও বেশি উন্নয়ন করেছেন, রাস্তাঘাট, স্কুল কলেজ, মসজিদ মন্দির সহ বিভিন্ন অবকাঠামো গড়ে তুলেছেন, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা সহ ভিজিএফ, বিজিডির ব্যবস্থা করেছেন, হাজার হাজার বেকার যুবক যুবতীদের চাকরির ব্যবস্থা করেছেন, তাই ড.হাছান মাহমুদ কে নৌকা মার্কায় ভোট দিয়ে স্মার্ট রাঙ্গুনিয়া বিনির্মানে ভূমিকা রাখার আহবান জানান।
উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক দিদারুল আলম দিদার, সহ সভাপতি হেলাল তালুকদার, আজিম, উদ্দিন সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আবদুল কাইয়ুম, উত্তরজেলা নেতা জাহাঙ্গীর আলম সুমন, ওমর ফারুক চৌধুরী,পলাশ বড়ুয়া, সাইফুল ইসলাম, আনোয়ার হোসেন, হাফেজ মোহাম্মদ আবু বক্কর সহ অসংখ্য নেতৃবৃন্দ।