নিজস্ব প্রতিবেদক : রাজধানীর চকবাজার এলাকা হতে তুষের বস্তার ভেতর থেকে ৭৮০ বোতল ফেনসিডিলসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৬টার দিকে র্যাব-১০ কোম্পানি কমান্ডার (সিপিসি-৩) মেজর মোহাম্মদ আনিসুজ্জামান ও সিনিয়র সহকারী পুলিশ সুপার রেজাউল করিমের নেতৃত্বে একটি দল চকবাজার থানার কামালবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতাররা হলেন- দিনাজপুরের মো. মিঠুন (২২), যশোরের মো. আজিজ (৩৮), মো. আজম (৩৭) ও রুহুল আমিন (২০)। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক, ৬টি মোবাইল ও নগদ ১৮ হাজার টাকা জব্দ করা হয়।
র্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার রেজাউল করিম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে ঢাকাসহ এর আশপাশ এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। গ্রেফতারদের বিরুদ্ধে চকবাজার থানায় মামলা করা হয়েছে।