দেশের বাইরে ডেস্ক: শিগগিরই সুস্থ হয়ে ফিরে আসবেন বলে জানিয়েছেন করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হাসপাতাল থেকে দেওয়া এক ভিডিওবার্তায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
ভিডিওবার্তায় তিনি বলেন, আমি মনে করি, আমি শিগগিরই ফিরে আসবো। যেভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছিলাম সেভাবেই শেষ করার বিষয়ে ভাবছি, যোগ করেন ট্রাম্প।
বিশ্বজুড়ে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে তিনি প্রতিশ্রুতবদ্ধ বলেও জানান।
করোনা আক্রান্ত হওয়ার পর যারা তাকে শুভকামনা এবং যেসব বিশ্বনেতারা তার প্রতি সমবেদনা জানিয়েছেন, ভিডিওবার্তায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ট্রাম্প।
কোভিড-১৯ রোগে আক্রান্ত ফার্স্ট লেডি ‘ভালো আছেন’ বলেও জানান তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আগামী কয়েকদিন আমরা ভালো ফল পাবো বলে মনে করি। এখানে যারা আছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই।
করোনা আক্রান্ত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে হাসপাতালে ভর্তি করা হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।