প্রতিনিধি, ভোলা:
ভোলা শহরে অটোরিক্সায় ব্যবহিৃত এলইডি লাইটের আলোর রং কালারের হওয়ায় রাতের বেলায় প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা।
আধুনিক ব্যবস্থায় ব্যাটারিচালিত অটোরিক্সার কারনে মানুষের যোগাযোগ সহজ হয়েছে। অপরদিকে, বিভিন্ন কালারের এলইডি বাল্ব লাগিয়ে তৈরী করা হয়েছে এসব যানবাহনের হেডলাইট। এখন ভোলা শহরে বড়াই বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে লাল-নীল কালারের হেডলাইট।
রাতের বেলায় ব্যাটারিচালিত অটোরিক্সা, নসিমন, করিমন, ইত্যাদিতে ব্যবহৃত হওয়ার ফলে বিপরীত দিক থেকে চলাচল করা অন্যান্য গাড়ি চলাচলে ব্যঘাত ঘটছে। মোটরসাইকেলসহ বিভিন্ন প্রকার দ্বি চক্রায়ন, এলইডি বিভিন্ন কালারের বাল্বের ঝাপসা করা আলোতে কিছুই দেখা যায় না বলে অভিযোগ উঠেছে। আর এ কারনে বেড়েই চলেছে সড়ক দুর্ঘটনা।
জেলা ও উপজেলায় ব্যাপক ভাবে ব্যাটারিচালিত অটোরিক্সা চলাচল লক্ষ্য করা যায়, ফলে তৈরি হচ্ছে অত্যাধিক যানজট, বিশেষ করে ভোলা নতুন বাজার, সদর রোড, ইলিশা রোড, উকিলপাড়া সহ বিভিন্ন স্থানে দেখা যায়।
মোটরসাইকেল চালকরা জানান এলইডি লাইটের আলোর কারণে রাতের বেলায় চলাচল করা দুঃস্ব হয় উঠেছে।
সব দুর্ঘটনা এড়াতে এলইডি লাইট ব্যবহার বন্ধের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন সচেতন মহল।