গাজীপুর প্রতিনিধি : শান্তিতে নোবেল বিজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ ডক্টর মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে আন্তরিক ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার। উপাচার্য নতুন এই সরকারের সকল সদস্যদেরকেও আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।
তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দেশবাসীর প্রত্যাশা পূরণের আশাবাদ ব্যক্ত করেন।
উপাচার্য দেশের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও ছাত্রছাত্রীদের শিক্ষা জীবনের সুরক্ষা নিশ্চিত করার আহবান জানান।
বাংলাদেশের সার্বিক অগ্রগতিতে মাননীয় প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ ড. ইউনুস বিশেষ ভূমিকা রাখবেন বলে মনে করেন।
এছাড়াও দেশের উচ্চশিক্ষার গুনগত মানোন্নয়নে দিকনির্দেশনা প্রদানসহ সকল প্রেরণার উৎস ও অগ্রদূত হিসেবে ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
একজন নিবেদিত প্রাণ অকুতোভয়, প্রাজ্ঞ ব্যক্তিত্ত্ব, দীর্ঘ কর্মময় জীবনের অভিজ্ঞতার আলোকে বিশ্ব দরবারে তিনি বাংলাদেশের সম্মান অটুট রাখবেন বলে মনে করেন। উপাচার্য নব নিযুক্ত মাননীয় প্রধান উপদেষ্টার দীর্ঘায়ু, সুস্বাস্থ ও সার্বিক মঙ্গল কামনা করেন।
আজ শুক্রবার ( ৯ আগস্ট) বাউবি’র পরিচালক (ভারপ্রাপ্ত) ড. আ.ফ.ম. মেজবাহ উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে উপাচার্যের ওই বার্তা পাঠানো হয়েছে।