বিনোদন ডেস্ক: দীর্ঘ এক যুগের প্রেমের সম্পর্ক ছিন্ন করে বর্তমানে আলাদা থাকছেন এক সময়ের জনপ্রিয় তারকা জুটি শাকিরা-পিকে। তবে সম্পর্ক ছিন্ন করার পর থেকেই নিজেকে গুটিয়ে নিয়েছিলেন কলম্বিয়ান সংগীতশিল্পী। অবশেষে মুখ খুলেছেন তিনি। স্প্যানের কর সংক্রান্ত বিষয় ও পিকেকে নিয়ে কথা বলেছেন এ দিন।
২০১০ বিশ্বকাপে শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ গানে কেঁপে ছিল গুটা ফুটবল বিশ্ব। সেই গানেই মুগ্ধ হয়ে বিশ্বকাপ জিতে শাকিরাকে প্রেমের প্রস্তাব দেন স্প্যানিশ তারকা জেরার্ড পিকে। এরপর দীর্ঘ সময় এক সাথে থেকেছেন। তাদের ঘরে এসেছে দুই ছেলে। তবে টিকেনি সেই সম্পর্ক। বর্তমানে দুই ছেলের ভবিষ্যৎ হেফাজত নির্ধারণ নিয়ে দু’জনকেই যেতে হচ্ছে আদালতে।
তবে বিচ্ছেদের পর থেকেই সব কিছু থেকেই নিজেকে দূরে রাখছিলেন শাকিরা। গত ক মাসের এই সময়টাকে ‘অন্ধকারতম সময়’ বলে অভিহিত করে শাকিরা বলেন, ‘আমি মনে করি সঙ্গীত জীবনের একটি ভেলা। এমন কিছু সময় আসে যখন মেঝে থেকে নিজের ভাঙা টুকরোগুলি তুলতে হয়। গানই একমাত্র উপায় এখান থেকে বের হওয়ার। নিজেকে আবার একত্রিত করার। আমি একজন মা এবং আমার বাচ্চারা আমার উপর নির্ভর করে। ’
পিকের বিষয়েও কথা বলেছেন শাকিরা। ব্রেক আপের বিষয়ে নিয়ে তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে এই বিষয়ে কথা বলা সত্যিই কঠিন। আমি চুপচাপ রয়েছি। কারণ আমি এখনও এটির মধ্য দিয়ে যাচ্ছি। এই মুহূর্তে আমি জনসাধারণের চোখে আছি এবং কারণ আমাদের বিচ্ছেদ নিয়মিত বিচ্ছেদের মত নয়। ’
তিনি আরও বলেন, ‘এটি কেবল আমার জন্যই নয়, আমার বাচ্চাদের জন্যও কঠিন ছিল। অবিশ্বাস্যভাবে কঠিন। আমি আমার বাড়ির সামনে ২৪ ঘণ্টায় পাপারাজ্জিরা ঘোরাফেরা করে। আমার নিজের ঘর ছাড়া এমন কোনও জায়গা নেই যেখানে আমি আমার বাচ্চাদের তাদের থেকে লুকিয়ে রাখতে পারি। পরিবার নিয়ে পার্কে হাঁটতে পারি না। আইসক্রিম খেতে যেতে পারি না। পাপারাজ্জি আমাদের অনুসরণ করে। আমি আমার সামনে পরিস্থিতি লুকানোর চেষ্টা করেছি। বাচ্চাদের এটা থেকে দূরে রাখার চেষ্টা করি, কারণ এটাই আমার জীবনের এক নম্বর মিশন।
এরপর তিনি স্প্যানিশ কর্তৃপক্ষের কাছ থেকে ট্যাক্স জালিয়াতির অভিযোগে নিজেকে রক্ষা করার কথা জানান।
শাকিরা আরও বলেন, ‘আমি যা বিশ্বাস করি তার জন্য আমাকে লড়াই করতে হবে। কারণ এগুলি মিথ্যা অভিযোগ। প্রথমত, আমি সেই সময়ে বছরে ১৮৩ দিন ব্যয় করিনি। আমি সারা বিশ্বে আমার পেশাদার প্রতিশ্রুতি পূরণে ব্যস্ত ছিলাম। দ্বিতীয়ত, মামলা করার আগেও তারা আমার কাছে যা পাওনা দাবি করেছিল তার সবই পরিশোধ করে দিয়েছি আমি। তাই আজ পর্যন্ত, আমি তাদের কাছে শূন্য পাওনা। আর এটা সুপরিচিত যে স্প্যানিশ কর কর্তৃপক্ষ প্রায়শই এটা করে না। শুধুমাত্র আমার মতো সেলিব্রিটিদের যেমন রোনালদো, নেইমার, মেসিদের মতো নিয়মিত করদাতার সাথে এ সব অন্যায় করে। তবে আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে এবং ন্যায়বিচার আমার পক্ষেই হবে বলে আশা করি। ’