ধর্ষণের অভিযোগ মামলায় গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক : অবশেষে মায়ের কোলে ফিরলো বরিশাল বাকেরগঞ্জের চার শিশু। উচ্চ আদালতের নির্দেশে ধর্ষণ মামলায় জামিনের পর পরিবারের কাছে হস্তান্তর করে প্রশাসন। স্বজনদের অভিযোগ, ষড়যন্ত্রমূলক মামলায় তাদের শিশুদের ফাঁসানো হয়েছে। একই সাথে নিয়মনীতিও মানেনি পুলিশ। তবে ঘটনার সুষ্ঠু তদন্তে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন।
চারদিন পর নাড়ি ছেড়া ধনকে কাছে পেয়ে চোখের জলে ভাসছে মা। ধর্ষণ মামলায় গ্রেপ্তার বাকেগঞ্জের চার শিশুকে উচ্চ আদালতের নির্দেশে অবশেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে প্রশাসন।
এসময় স্বজনরা অভিযোগ করেন, ষড়যন্ত্রমূলক তাদের শিশুদের মামলায় জাড়ানো হয়েছে। একই সাথে গাফিলতি ছিলো পুলিশের। যদিও মামলার বাদি পক্ষের দাবি মামলাটি ভিন্ন খাতে নেয়ার পায়তারা চলছে।
স্থানীয় প্রশাসন বলছে, এখানে কার গাফিলতি আছে তা তদন্তের পর বেরিয়ে আসবে। যেই দোষী হোক ব্যবস্থা নেয়া হবে।
গত ৬ অক্টোবর ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার হয় চার শিশু। ৭ অক্টোবর শিশুদের আদালতে নিলে বিচারক তাদের যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠান। পরে বিষয়টি উচ্চ আদালতের নজরে এলে তাদের জামিন ও পরিবারের কাছে হস্তান্তের নির্দেশ দেন।