ডেস্ক রিপোর্ট : জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদেরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম।
আজ শনিবার প্রতিমন্ত্রী এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোকবার্তায় সংস্কৃতি প্রতিমন্ত্রী জানান, অভিনেতা আব্দুল কাদের তাঁর অভিনয়শৈলী ও সৃষ্টিকর্মের মধ্য দিয়ে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।
ডিএনসিসি মেয়রের শোক: আবদুল কাদেরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম।
আজ শনিবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবদুল কাদেরের মৃত্যুর সংবাদে ডিএনসিসি মেয়র মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আতিকুল ইসলাম বলেন, আবদুল কাদের অনন্য অভিনয়ের মাধ্যমে দেশের মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন আজীবন।
উল্লেখ্য, অভিনেতা আব্দুল কাদের (৬৯) আজ সকাল আনুমানিক ০৮:২০ টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী খায়রুন্নেসা কাদের, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।