300X70
বুধবার , ১৪ জুলাই ২০২১ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

এডিসের লার্ভা পাওয়ায় ৭ নির্মাণাধীন ভবনকে দক্ষিণ সিটির আড়াই লক্ষাধিক টাকা জরিমানা

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুলাই ১৪, ২০২১ ৮:১৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) ৪ ভ্রাম্যমাণ আদালত ৭ নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ৭ মামলায় আড়াই লক্ষাধিক টাকা জরিমানা করেছে।

এডিস মশার লার্ভা নিয়ন্ত্রণে আজ বুধবার (১৪ জুলাই) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (আনিক) বাবর আলী মীর বকশিবাজার এলাকায়, অঞ্চল-৭ এর আনিক ড. মোহাম্মদ মাহে আলম ও অঞ্চল-১০ এর আনিক মোহাম্মদ মামুন মিয়া মান্ডা এলাকায় এবং করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা আগামসি লেনে ভ্রাম্যমাণ আদালতসমূহ পরিচালনা করেন।

অভিযানে সর্বমোট ৭ মামলায় ২ লক্ষ ৬০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান প্রসঙ্গে করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা বলেন, “আজকের অভিযানে দুটি নির্মাণাধীন ভবনকে ২ মামলায় ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছি। এর মধ্যে একটি নির্মাণাধীন ভবন এডিসের লার্ভা পাওয়ায় এ বছরের এপ্রিল মাসেও ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।”

এদিকে করপোরেশনের অঞ্চল-২ এর আনিক সোয়ে মেন জো আজ ৪ নং ওয়ার্ডের বালুর মাঠ এলাকায় এবং ১২ নং ওয়ার্ডের আবুজর গিফারী কলেজ সংলগ্ন এলাকায় ও গণপূর্ত অধিদপ্তর নির্মিত ভবনসমূহে লার্ভা নিয়ন্ত্রণে ক্র্যাশ প্রোগ্রাম পরিচালনা করেন। এছাড়াও অঞ্চল-৮ এর আনিক শহিদুল ইসলাম দারুননাজাত মাদ্রাসা এলাকায় জনসচেতনতামলক কার্যক্রম পরিচালনা করেছেন। পাশাপাশি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডে জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।

অভিযান আগামীকালও চলমান থাকবে।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :