নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ক্রিকেটের অন্যতম পরাশক্তি অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দল ও ক্রিকেট বোর্ডকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এমপি।
সোমবার মিরপুরে ৫ ম্যাচ সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ ৬০ রানে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে অসাধারণ নৈপূণ্য দেখিয়ে বাংলার দামাল ছেলেরা পরপর তিন ম্যাচ এবং শেষ ম্যাচে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। ম্যাচ শেষে এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কর্মকর্তা, কোচসহ সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সোনার ছেলেরা পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সিরিজ জিতেছে। আশা করি ভবিষ্যতেও সাফল্যের এ ধারাবাহিকতা বজায় থাকবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই দাপুটে জয় অন্যান্য দেশের বিপক্ষে আগামী দিনের সিরিজগুলো বাংলাদেশকে আরো ভালো খেলতে অনুপ্রেরণা যোগাবে।’