র্যাব-২ এর বিশেষ অভিযান:
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী সাইফুল ও তার দুই সহেযোগীকে গ্রেফতার করেছে র্যাব-২।
বৃহস্পতিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর মোহাম্মদীয়া হাউজিং এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলো- মো. সাইফুল ইসলাম (৪৮), মো. হানিফ (৩৭) ও মো. মনির হাসন (২৮)। এ সময় তাদের কাছ থেকে ১টি ওয়ান শুটার গান, ৬৪ পিস ইয়াবা, ১ লাখ ৮ হাজার টাকা ও ৯টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
শুক্রবার র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. আবদুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গ্রেফতার আসামি মো. সাইফুল ইসলামের দেহ তল্লাশি করে একটি দেশীয় একনলা পিস্তল উদ্ধার করা হয়। তার দখলে থাকা ব্যবসা প্রতিষ্ঠানটি মাদক কেনা-বেচায় ব্যবহার করা হয় বলেও সে জানিয়েছে।
গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র্যাবের এই কর্মকর্তা জানান, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে ঢাকা ও আশপাশের অন্যান্য এলাকায় সুবিধামত স্থানে বিভিন্ন জনকে অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি, চাঁদাবাজি ও জমি দখলসহ সন্ত্রাসী কার্যক্রম করে আসছিল।
এছাড়াও গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদে আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাদের তথ্য যাচাই-বাছাই করে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।