300X70
বৃহস্পতিবার , ১০ নভেম্বর ২০২২ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

অস্ত্র ও মালামালসহ ৫ ডাকাত গ্রেফতার 

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
নভেম্বর ১০, ২০২২ ১:২৪ পূর্বাহ্ণ

শেখ রাজীব হাসান, টঙ্গীঃ  টঙ্গী পশ্চিম থানা কর্তৃক দেশীয় অস্ত্রশস্ত্র’সহ ০৫(পাঁচ) জন ডাকাত গ্রেফতার।  এসময় তাদের তথ্য অনুযায়ী অভিযান পরিচালনা করে চুরি, ডাকাতি, ছিনতাইকৃত ৩০(ত্রিশ) টি মোবাইল ফোন’সহ সঙ্গবদ্ধ চক্রের অপরাপর ০৪(চার) জন আসামী গ্রেফতার”
পুলিশ জানায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চুরি, ছিনতাই, এবং ডাকাতি রোধকল্পে মাননীয় পুলিশ কমিশনার, জনাব মোল্যা নজরুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম (বার) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, গাজীপুর স্যারের সার্বিক দিক নির্দেশনায় গাজীপুর মহানগর পুলিশ বিভিন্ন সময় অভিযান অব্যাহত রয়েছে। সেই ধারাবাহিকতায় ইং-০৯/১১/২০২২ তারিখ রাত ০১.৫০ ঘটিকার সময় উপ-পুলিশ কমিশনার, অপরাধ (দক্ষিণ) বিভাগ মাহবুব-উজ-জামান, পিপিএম এর তত্ত্বাবধানে, এসি টঙ্গী জোন, জনাব মো: মেহেদী হাসান দিপু এর প্রত্যক্ষ দিক-নির্দেশনায় অফিসার ইনচার্জ শাহ্ আলম এর নেতৃত্বে টঙ্গী পশ্চিম থানার একটি চৌকশ টিম অভিযান পরিচালনা করে। ০৯/১১/২০২২ইং রাত ০২.১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে,  টঙ্গী পশ্চিম থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পশ্চিম পাশে স্যাটার্ন গার্মেন্টস এর সামনে পাকা রাস্তার উপরে কতিপয় দুস্কৃতিকারী ধারালো অস্ত্রে শস্ত্রে সজ্জিত হইয়া ডাকাতির জন্য সমাবেত হইয়া ডাকাতির প্রস্তুতি নিতেছে। এরূপ তথ্যের  ভিত্তিতে রাত ০২.২০ ঘটিকার সময় সেখানে অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে ধৃত আসামী ১। আঃ রহিম(২৫), ২। মোঃ মারুফ আহম্মেদ(২০), ৩। আকাশ@ আক্কাস(১৯), ৪। পাভেল(১৯), পিতা-আঃ রাজ্জাক, স্থায়ী : গ্রাম-তারাপুর থানা-সুন্দরঞ্জ জেলা-গাইবান্ধা।  বর্তমান গ্রাম-কোনাপাড়া থানা-গাছা, গাজীপুর মহানগর, গাজীপুর ও ৫। মোঃ মিরাজ আহম্মেদ (২৫) গাজীপুরদের হেফাজত থেকে উদ্ধারকৃত আলামত ০১(এক) টি ছুরি ০২(দুই) টি সুইচগিয়ার, ০২(দুই) টি চাকু  সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা জানায় তাদের সাথে পলাতক আসামী বাবু(২১) পিতা-সাইদুর রহমান @ সিদ্দিক, সাং-কুনিয়া তারাগাছ, থানা-গাছা, গাজীপুর মহানগর, গাজীপুর, ৭।ফাহিম(২১)পিতা-অজ্ঞাত সাং-সাতাইশ, থানা-টঙ্গী পশ্চিম জিএমপি গাজীপুর সহ অজ্ঞাতনামা ৫/৬ জন আসামী ছিলো।পলাতক আসামীদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান অব্যাহত আছে।
গ্রেফতারকৃত আসামী এবং পলাতক আসামীদের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানার মামলা নং-১০, তারিখ-০৯/১১/২০২২ খ্রি. ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড রুজু পূর্বক আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বর্ণিত গ্রেফতারকৃত আসামীরা জানায় তারা বিভিন্ন সময় চুরি, ডাকাতি, ছিনতাইকৃত মোবাইল গ্রেফতারকৃত আসামী ১। তানজিল আহম্মেদ(১৮), পিতা-মোঃ তাজ উদ্দিন আহম্মেদ, মাতা-মোসলেমা বেগম, গ্রাম- কুনিয়া তারগাছ, (হানিফ মুন্সির বাড়ীর ভাড়াটিয়া), থানা-গাছা, গাজীপুর মহানগর গাজীপুর, ২। মোঃ সোহেল রানা(৩২), পিতা-উমল হক, মাতা- সামসুন্নাহার, গ্রাম-বোয়াল ময়পাল, উপজেলা/থানা জামালপুর, জেলা-জামালপু, বর্তমান গ্রাম-কুনিয়া তারগাছ (আসলামের বাড়ীর ভাড়াটিয়া) থানা-গাছা, গাজীপু মহানগর, গাজীপুর, ৩। মোঃ উজ্জল মিয়া(২১), পিতা- আবুল কাশেম, মাতা- সোহানা বেগম, গ্রাম-সিমরাই, উপজেলা/থানা কসবা, জেলা-ব্রাহ্মনবাড়ীয়া, বর্তমান গ্রাম-কুনিয়া তারগাছ (হাশেম মিয়ার বাড়ীর ভাড়াটিয়া) থানা-গাছা, গাজীপুর। মহানগর গাজীপুর, ৪।  জিয়াউর রহমান(৩২), পিতা-মৃত কাবিল মিয়া, সাং-বাউসিয়া, থানা-নরসিংদী সদর, জেলা- নরসিংদী, বর্তমান ঠিকানা : সাং-কুনিয়া তারগাছ (বাচ্চু মিয়ার বাড়ীর ভাড়াটিয়া), থানা-গাছা, গাজীপুর মহানগর, গাজীপুর, এবং পলাতক আসামী একলাস(২২), সাং-চৌধুরী পাড়া, থানা-বাসন, গাজীপু মহানগর, গাজীপুর এবং বায়েজিদ(২৫), সাং-কুনিয়া তারগাছ, থানা-গাছা, গাজীপুর মহানগর, গাজীপুরদের কাছে বিক্রি করে।  অত্র থানার মামলা নং-১০, তারিখ-০৯/১১/২০২২ খ্রি., ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড এর আসামীদের সাথে নিয়ে বর্ণিত গ্রেফতারকৃত আসামীদের দখল হতে ৩০(ত্রিশ) টি মোবাইল এবং ০১(এক) টি ল্যাপটপ, ০১(এক) টি ডেক্সটপ এবং ০১(এক) টি সিপিইউ উদ্ধার করা হয়।  গ্রেফতারকৃত উল্লেখিত আসামী এবং পলাতক আসামীদের বিরুদ্ধে অত্র থানায় পৃথক মামলা রুজু করা হয়েছে।  যার মামলা নং-১১, তারিখ-০৯/১১/২০২২ খ্রি. ধারা-৪১৩/৩৪ পেনাল কোড।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :