নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: মধ্যরাতে হঠাৎ অস্ত্র নিয়ে ঘরে ঢুকে ৮ থেকে ১০ জনের ডাকাত দল। প্রত্যেকেই হাফপ্যান্ট পরা। কারও মুখে মাস্ক, কারও মুখ কাপড় বাঁধা। এরপর গলায় অস্ত্র ঠেকিয়ে লুট করে নেয় ঘরের মূল্যবান সবকিছু। ডাকাতি হওয়া ওই বাড়ির মালিক সিলেট রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক এম এ জলিল। ঘটনার সময় বাড়িতে কেবল তার মা ও বাবা ছিলেন।
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের দক্ষিণ বেলতলী গ্রামে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে এই ঘটনা ঘটে।
অতিরিক্ত ডিআইজি এম এ জলিলের বাবা আবদুল বাতেন ঘটনার বর্ণনা বলেন, বাড়িটি সীমানাপ্রাচীর দিয়ে ঘেরা। মই দিয়ে ডাকাত দল প্রাচীরের ভেতরে প্রবেশ করে। বারান্দায় এক অংশে থাই গ্লাস দেওয়া ছিল। ওই গ্লাস কৌশলে খুলে বারান্দায় গ্রিলের দরজার ভেতরের সিটকিনি খুলে ভেতরে প্রবেশ করে ডাকাতেরা। এরপর থাকার ঘরের দরজায় লাগানো ‘নব লক’ ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। এ সময় ডাকাত দলের লোকজন তার ও তার স্ত্রীর গলায় ছুরি ঠেকিয়ে জিম্মি করে ফেলে। কোনো শব্দ করলে মেরে ফেলার হুমকি দেয়। এরপর প্রায় আধা ঘণ্টা ধরে চলে লুটপাট। টাকা, স্বর্ণালংকার ও বিশেষ অনুষ্ঠানে পরার জন্য অতিরিক্ত ডিআইজির ইউনিফর্ম লুটে নেয় ডাকাতেরা।
আবদুল বাতেন বলেন, লুটপাট শেষে বের হয়ে যাওয়ার সময় তাদের দুজনকে বেঁধে রেখে যেতে চান ডাকাত দলের সদস্যরা। নিজের অসুস্থতার কথা বলে অনুরোধ করার পর তাদের না বেঁধেই ডাকাতেরা চলে যায়। পরে বাইরে এসে আশপাশের লোকজনকে ঘটনার কথা জানান তারা। ডাকাত দলের প্রত্যেকের মুখে ছিল মাস্ক, আবার কারও মুখ কাপড় বাঁধা। তাই তাদের চেনা যায়নি বলে উল্লেখ করেন তিনি।
মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মিন্টু মিয়া জানান, ‘দেশীয় অস্ত্র ঠেকিয়ে ওই বাড়িতে লুটপাট করা হয়েছে। পুলিশের পোশাকসহ অন্যান্য জিনিসপত্র, টাকাপয়সা লুট হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ সুপারের নির্দেশে ঘটনার পরপর পুলিশের বিভিন্ন বিভাগ ব্যাপক তৎপরতা চালাচ্ছে।
এরআগে ১৯ ফেব্রুয়ারি একই গ্রামে মো. আলমগীর নামের এক ব্যক্তির বাড়ির দরজা ভেঙে ব্যাপক লুটপাট চালায় ডাকাত দল। এর ছয়দিন আগে একই গ্রামের অন্য একটি বাড়িতেও ডাকাতির ঘটনা ঘটে। এসব ঘটনায় ডাকাতেরা হাফপ্যান্ট ও মুখোশ পরা ছিল।