300X70
শনিবার , ২৬ জুন ২০২১ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

অ্যাডভোকেট হাশেম খাঁন কুমিল্লা-৫ আসনের এমপি নির্বাচিত

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুন ২৬, ২০২১ ১:২২ অপরাহ্ণ

প্রতিনিধি, কুমিল্লা: অ্যাডভোকেট আবুল হাশেম খাঁন আওয়ামী লীগের প্রার্থী হয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে এমপি নির্বাচিত হয়েছেন। ওই আসনে জাতীয় পার্টির প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল হাসান আজ শনিবার।এ তথ্য নিশ্চিত করেছেন।

রিটার্নিং কর্মকর্তা জানান, গত ২০ জুন জসিম উদ্দিন জাতীয় পার্টির মনোনীত লাঙল প্রতীকের প্রার্থী তার প্রার্থিতা প্রত্যাহারের জন্য আবেদন করেন। এরপর বুধবার (২৩ জুন) ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। আবুল হাশেম খাঁন ছিলেন ওই আসনে একক প্রার্থী। পরে বৃহস্পতিবার প্রতীক বরাদ্দের দিন নৌকার প্রার্থী হাশেম খাঁনকে একক প্রার্থী হিসেবে ঘোষণা দেয়া হয়।

মো. কামরুল হাসান জানান, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আওয়ামী লীগের প্রার্থী হাশেম খাঁনকে চিঠির মাধ্যমে জয়ের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য যে, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু ১৪ এপ্রিল মারা যান। গত ২১ এপ্রিল আসনটি শূন্য ঘোষণা করা হয়।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :