অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : গ্লোবাল ইসলামী ব্যাংক আইএসও/আইইসি ২৭০০১:২০১৩ সনদ অর্জন করেছে। ব্যাংকের ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট সিষ্টেমের মূল্যায়নে এই সনদ প্রদান করা হয়। এই সনদ প্রাপ্তির ফলে গ্লোবাল ইসলামী ব্যাংক আন্তর্জাতিক মানের ব্যাংকিং তথ্য-প্রযুক্তি সুরক্ষার স্বীকৃতি অর্জন করলো।
গ্লোবাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাতের হাতে সনদ তুলে দেন ইউনাইটেড সার্টিফিকেশন সার্ভিসেস লিমিটেড (ইউনিসার্ট)-এর পরিচালক আব্দুল কাদের।
সনদ প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: গোলাম সারওয়ার ও কাজী মশিউর রহমান জেহাদ, উপ ব্যবস্থাপনা পরিচালক আতাউস সামাদ ও সামি করিম, ইউনিসার্ট-এর এশিয়া অঞ্চলের পরিচালক ইঞ্জিঃ মোঃ লিয়াকত আলী, লেঃ কর্ণেল মাকসুদুল হক, চেয়ারম্যান, ইমপারশিয়ালিটি কমিটি এবং উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।