300X70
বৃহস্পতিবার , ১৯ আগস্ট ২০২১ | ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

আইজিসিএসই ও এ লেভেল পরীক্ষায় অসাধারণ সাফল্য উদযাপন করছে ডিপিএস এসটিএস স্কুলঢাকা

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
আগস্ট ১৯, ২০২১ ৫:৫৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন:
(আইজিসিএসই- তে ৭২ শতাংশ শিক্ষার্থী এ ও এ+ পেয়েছে এবং এ লেভেলে ৬৬ শতাংশ শিক্ষার্থী এ ও এ+ পেয়েছে; পাশের হার শতভাগ)
(ঢাকা, ১৯ আগষ্ট ২০২১) সম্প্রতি, কেমব্রিজ ইন্টারন্যাশনাল- এর আইজিসিএসই/ও লেভেল (ক্লাস ১০) এবং ইন্টারন্যাশনাল এএস ও এ (যথাক্রমে ক্লাস ১১ ও ১২) লেভেল’র মে-জুন ২০২১ সেশনের বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ডিপিএস এসটিএস স্কুল (দিল্লি পাবলিক) ঢাকা থেকে মোট ৩৭২ জন শিক্ষার্থী মে-জুন ২০২১ সেশনের জন্য নিবন্ধন করেছে এবং অসাধারণ সাফল্য অর্জন করেছে। এ+ ও এ গ্রেড অর্জনকারীদের শতাংশের বিচারে প্রতিষ্ঠানটির এ বছরের ফলাফল আগের বছরের তুলনায় ভালো হয়েছে।

সার্বিকভাবে শতভাগ পাসের হারসহ এ সেশনে ৩৭.৩৬ শতাংশ শিক্ষার্থী আইজিসিএসই পরীক্ষায় এ* গ্রেড অর্জন করেছে। আইজিসিএসই পরীক্ষায় শিক্ষার্থীদের এমন অসাধারণ সাফল্য উদযাপন করছে ডিপিএস এসটিএস স্কুল ঢাকা। আইজিসিএসই পরীক্ষায় প্রতিষ্ঠানটির ৭২ শতাংশ শিক্ষার্থী এ ও এ+ গ্রেড অর্জন করেছে। এবারের সেশনে স্কুলটির আইজিসিএসই পরীক্ষায় গড় গ্রেড ‘এ’।

এ ও এ+ গ্রেড অর্জনকারীর সংখ্যার দিক থেকে এই বছর চমৎকার ফলাফল করেছে প্রতিষ্ঠানটি। শিক্ষার্থীদেরকে তাদের পূর্ণ সম্ভাবনায় পৌঁছানোর জন্য একটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ প্রদান করার ক্ষেত্রে ডিপিএস এসটিএস স্কুল ঢাকা প্রতিশ্রুতিবদ্ধ।
এ স্কুল থেকে ‘এ লেভেল’র পরীক্ষার্থীদের মধ্যে ৬৬ শতাংশ শিক্ষার্থী এ ও এ+ পেয়েছে। ৫৫ শতাংশ শিক্ষার্থী এএস লেভেলে ‘এ’ গ্রেড অর্জন করে। আইজিসিএসই পরীক্ষায় নুমা-ই জান্নাত তার বেছে নেয়া নয়টি বিষয়ের মধ্যে নয়টিতেই এ* অর্জন করেছেন। জোশুয়া আতাউর ইব্রাহিম, আকিল রাফিদ, সামহাত সানিয়া রহমান ও শবকাদ আহমেদ আটটি বিষয়ে এ* পেয়েছেন।

এএস লেভেল পরীক্ষায় আহনাফ আবদুল্লাহ ও আয়মান আলম যথাক্রমে পাঁচটি বিষয়ে এ গ্রেড পেয়েছেন। আরিয়ান বিন শাহরিয়ার, নাফিউর, রহমান আলমগীর ও তাহসিন কবির ইতুল ‘এ লেভেল’ পরীক্ষায় চারটি বিষয়ে এ+ পেয়েছেন। ২৪ জন আইজিসিএসই শিক্ষার্থীকে তাদের ফলাফলের জন্য ডিপিএস এসটিএস বৃত্তি ২০২১ প্রদান করা হবে। পাশাপাশি, ৭ জন আইজিসিএসই পরীক্ষার্থী মর্যাদাপূর্ণ কেমব্রিজ আইসিই পুরস্কার অর্জন করেছেন।

ডিপিএস এসটিএস স্কুলের অধ্যক্ষ ড: শিবানন্দ সিএস বলেন, “এ বছর শিক্ষার্থীদের এমন কৃতিত্বে আমি অত্যন্ত আনন্দিত। বৈশ্বিক মহামারির এমন অনিশ্চিত সময়েও শিক্ষার্থীদের সাফল্যে সমর্থন ও উৎসাহ দেয়ার জন্য সকল শিক্ষক ও অভিভাবকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পরীক্ষার ফলাফলে শিক্ষার্থীদের এমন সাফল্য আমাদের বিস্তৃত পরিসরের ও কার্যকরী অনলাইন শিক্ষা পদ্ধতির সাফল্যকে প্রতীয়মান করে।

এমন অসাধারণ ফলাফলের জন্য সকল শিক্ষার্থীদের জানাই আন্তরিক অভিনন্দন। আমি আশা করছি তারা এ শিক্ষা প্রতিষ্ঠানে যা শিখেছে সেই একই নিষ্ঠা ও দৃড়তার সাথে তাদের পড়াশোনা চালিয়ে যাবে এবং প্রতিনিয়ত তাদের সাফল্য উদযাপন করবে।”

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

লালমনিরহাটের হাতীবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত, আহত ১

বেগমগঞ্জে অবৈধ পলিথিন কারখানায় অভিযানে আড়াই লক্ষ টাকা জরিমানা

‍‍‍‍‍‍সাংবিধানিক ম্যান্ডেট অনুযায়ী সরকার ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সংস্কৃতি সংরক্ষণে কাজ করে যাচ্ছে : সংস্কৃতি প্রতিমন্ত্রী

আড়াই হাজার একর জমিতে বে টার্মিনাল প্রকল্পের উদ্যোগ

বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট জাহাঙ্গীর আলম ও সেক্রেটারি ডঃ সুমন চৌধুরী নির্বাচিত

Online Casinos » Die besten Online Casino Österreich 2022 12

Online Casinos » Die besten Online Casino Österreich 2022 12

লংকাবাংলা ফাইন্যান্স ও অনন্ত রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

পূর্বাচলে নবনির্মিত প্রদর্শনী কেন্দ্র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বড় আর্থিক সহায়তা ছাড়া এসডিজি অর্জিত হবে না: পররাষ্ট্রমন্ত্রী

এসডিজি অর্জনে বাংলাদেশে কৃষির কোনও বিকল্প নেই : কৃষিমন্ত্রী

ব্রেকিং নিউজ :