বাঙলা প্রতিদিন ডেস্ক : আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড অর্জন করেছে রাষ্ট্র মালিকানাধীন জনতা ব্যাংক পিএলসি। গত মঙ্গলবার (৭ নভেম্বর) রাতে রাজধানীর সোনারগাঁ হোটেলে এক অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশির কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন ব্যাংকের চীফ ফিন্যান্সিয়াল অফিসার মোঃ নুরুল আলম এফসিএমএ, এফসিএ (ডিএমডি) এবং ডিএমডি মোঃ রমজান বাহার।