নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : আইনের প্রতি শ্রদ্ধাশীল ও নির্বাচনী আচরণবিধি যাতে কোনভাবেই লঙ্গিত না হয় সেজন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আগামী শনিবার ১৩ মে খুলনা জেলা সফর স্থগিত করেছেন।
আগামী ১২ জুন খুলনা সিটি কর্পোরেশন সাধারণ নির্বাচন-২০২৩ অনুষ্ঠিত হবে। নির্বাচনী বিধিমালা যথাযথ প্রতিপালের লক্ষ্যে তিনি এ সিদ্ধান্ত গ্রহণ করেন।
উল্লেখ্য, প্রতিমন্ত্রী পরিবর্তিত কর্মসূচি অনুযায়ী শুধুমাত্র বাগেরহাট এবং পিরোজপুর জেলা সফর করবেন।