জ্যেষ্ঠ প্রতিবেদক : লোকসানে ডুবে আছে শেয়ারবাজারে তালিকাভুক্ত আইসিবি ইসলামিক ব্যাংক। চলতি হিসাব বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, জানুয়ারি থেকে জুন, ২০২১ পর্যন্ত ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.৩২ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে লোকসান হয়েছিল ০.৩২ টাকা।
এদিকে, চলতি হিসাব বছরের গত এপ্রিল থেকে জুন ৩ পর্যন্ত তিন মাসে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.১৭ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে লোকসান ছিল ০.২৩ টাকা।
গত ৩০ জুন কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি ঋণাত্মক সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৭.৮৬ টাকা।