ক্রীড়া ডেস্ক: ব্যাটে ধার নেই। অধিনায়কত্বেও নেই আগের প্রাণ। ভারতের সবচেয়ে সফল অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি ফুরিয়ে যাচ্ছেন বলছেন সবাই।
অনেকেই মনে করছেন, আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পর এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শেষবার খেলছেন ধোনি। কিন্তু তেমন কিছু হচ্ছে না। ধোনি নিশ্চিত করেছেন, তাকে দেখা যাবে ২০২১ আইপিএলেও। সেটাও চেন্নাই সুপার কিংসের জার্সিতে।
সংযুক্ত আরব আমিরাতে চলমান আইপিএলের প্লে’অফ মিস করছে চেন্নাই সুপার কিংস। ১৪ ম্যাচে ৬টিতে জিতেছে তারা। পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে থেকে শেষ করেছে লিগ। নেতৃত্বের পাশাপাশি ব্যাটসম্যান ধোনির পারফরম্যান্সও ভালো নয়। ১২ ইনিংসে ১১৬.২৭ স্ট্রাইক রেটে রান করেছেন ২০০। সর্বোচ্চ অপরাজিত ৪৭।এমন হতশ্রী পারফরম্যান্সে প্রশ্ন উঠেছে ধোনি পরের আইপিএল খেলবেন কি না।
রোববার চেন্নাইয়ের শেষ ম্যাচে টসের সময় ধোনিকে সরাসরি এমন প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন ধারাভাষ্যকার ড্যানি মরিসন। ধোনি উত্তরে বলেন, ‘অবশ্যই নয়।’ এদিকে ধোনিকে ধরে রাখতে চায় চেন্নাইও। কিছুদিন আগে ফ্রাঞ্চাইজিটির প্রধান নির্বাহী কাসি বিশ্বনাথ জানান, ২০২১ আইপিলে ধোনির নেতৃত্বেই খেলবে চেন্নাই সুপার কিংস।