জ্যেষ্ঠ প্রতিবেদক : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলদের শপথের জন্য আগামী ১১ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে।
সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ দিন ধার্য করা হয়। প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ মনিরা বেগম স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা গেছে।
ওইদিন (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নিয়ম অনুযায়ী চসিক মেয়র রেজাউল করিম চৌধুরীর শপথ পড়াবেন প্রধানমন্ত্রী। এরপর কাউন্সিলরদের শপথ পড়াবেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।
উল্লেখ্য, গত গত ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিপুল ভোটে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের (নৌকা প্রতীক) প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী।