সভাপতি ফারুক হাসানসহ তার প্যানেলের অধিকাংশ প্রার্থী বিজয়ী
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পোশাক রপ্তানিকারক ও মালিক সমিতির (বিজিএমইএ) দ্বিবার্ষিক (২০২১-২০২৩) নির্বাচনে সম্মিলিত পরিষদ থেকে সভাপতি নির্বাচিত হচ্ছেন সাবেক সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান। যদিও এ প্যানেলের অধিকাংশ প্রার্থী বিজয়ী হয়েছেন। রাজধানীর হোটেল রেডিসন ও বিজিএমইএ’র চট্টগ্রাম অফিসে বিরতিহীনভাবে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টায় পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ঢাকায় ১ হাজার ৮৫৩ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১ হাজার ৬০৪ জন। অন্যদিকে চট্টগ্রাম কেন্দ্রে ৪৬১ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৩৯২ জন। অর্থাৎ গড়ে ৮৬ শতাংশ ভোট পড়েছে।
নির্বাচনে বিজয়ী পরিচালকরা সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত করবেন। সে হিসাবে আগামীর বিজিএমইএ সভাপতি হচ্ছেন ফারুক হাসান। আগামী ২০ এপ্রিল নতুন কমিটি দায়িত্ব নেবে।
রোববার (৪ এপ্রিল) ভোট গণনা শেষে রাত সাড়ে ১২টার দিকে বিজিএমইএ নির্বাচনী পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফরহাত আনোয়ার এ ফলাফল ঘোষণা করেন।
ফলাফল অনুযায়ী ঢাকা-চট্টগ্রাম মিলে সম্মিলিত পরিষদের বিজয়ী হয়েছেন মোট ২৪ জন। আর ফোরাম থেকে নির্বাচিত হয়েছেন ১১ জন প্রার্থী। সম্মিলিত পরিষদের বিজয়ীরা হলেন- প্যানেল লিডার ফারুক হাসান, এসএম মান্নান কচি, আরশাদ জামাল দিপু, শহিদুল্লাহ আজিম, শিরিন সালাম ঔশি, আসিফ আশরাফ, মহিউদ্দিন রুবেল, তানভির আহমেদ, মো. খসরু চৌধুরী, আব্দুল্লাহিল রাকিব, হারুন অর রশিদ, রাজিব চৌধুরী, মিরান আলী, খন্দকার রফিকুল ইসলাম, ইমরানুর রহমান, নাসির উদ্দীন, সাজ্জাদুর রহমান মৃধা শিপন।
ফোরামের বিজয়ীরা হলেন- ড. রুবানা হক, মাহমুদ হাসান খান বাবু, এম এ রহিম ফিরোজ, আসিফ ইব্রাহিম, ফয়সাল সামাদ, নাভিদুল হক, ভিদিয়া আমৃত খান, ইনামুল হক খান বাবলু, মিজানুর রহমান।
চট্টগ্রাম সম্মিলিত পরিষদের ছয় বিজয়ীরা হলেন- সৈয়দ নজরুল ইসলাম, এ এম শফিকুল করিম খোকন, মো. হাসান জেকি, তানভির হাবিব, আহসানুল হক, রাকিবুল আলম চৌধুরী। ফোরামের বিজয়ী তিনজন হলেন- এম মহিউদ্দিন চৌধুরী, মোহাম্মদ আব্দুস সালাম ও মোহাম্মদ আতিক।