সংবাদদাতা, নীলফামারী: নীলফামারীর কিশোরীগঞ্জে ঘরে অগ্নিদগ্ধ হয়ে ফুলমতি রায় (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে দগ্ধ হয়েছেন পুত্রবধূ অঞ্জনা রানী (৪৫)। তাকে কিশোরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার বড়ভিটা ইউনিয়নের মেলাবর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফুলমতি ওই গ্রামের রাজেন্দ্র নাথ রায়ের স্ত্রী। ফুলমতি প্যারালাইজড হওয়ায় সার্বক্ষণিক বিছানায় শুয়ে থাকেন। অগ্নিকাণ্ডের সময় তাকে বাঁচাতে গিয়ে পুত্রবধূ অঞ্জনা দগ্ধ হন। খবর পেয়ে কিশোরীগঞ্জ ও জলঢাকা ফায়ার স্টেশনের কর্মীরা উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে পরিবারটির চারটি ঘর, দুটি গরু ও তিনটি ছাগল পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য প্রকাশ চন্দ্র রায়। তিনি আরও জানান, ওই বাড়িতে অগ্নিকাণ্ডের সময় কোনো পুরুষ ছিল না।
জলঢাকা উপজেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার রিফাত আল মামুন জানান, খবর পেয়ে সেখানে উপস্থিত হয় জলঢাকা ও কিশোরীগঞ্জ ফায়ার স্টেশনের কর্মীরা। পরে আগুন নিয়ন্ত্রণে এনে ঘর থেকে লাশ বের করা হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে বলেও জানান তিনি।