নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: রাজধানীসহ সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। ঈদুল ফিতর উপলক্ষে শুক্রবার (২১ এপ্রিল) পর্যন্ত ঢাকা ছেড়েছিল লাখো মানুষ।
শনিবার (২২ এপ্রিল) ঈদের দিনও অনেকেই ঢাকা ছেড়ে যাচ্ছেন গ্রামের উদ্দেশ্যে।
ঈদের দিন ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে গাড়ি ছেড়ে গেলেও ভাড়া বেশি নেওয়া হচ্ছে, এমন অভিযোগ যাত্রীদের। তারা বলছেন, ৪০০ টাকার ভাড়া ৬০০ টাকা নেয়া হচ্ছে।
তবে অভিযোগ অস্বীকার করছে বাস কাউন্টার থেকে। তাদের মতে, আগের ভাড়ায় যাত্রীরা যাচ্ছেন। ঈদের দিন হওয়ায় তারা চালক-হেলপারদের কিছু বকশিশ দিচ্ছেন।
ফেনির যাত্রী দুরুল হক বলেন, প্রতিবারই ঢাকায় ঈদের নামাজ পড়ে গ্রামের উদ্দেশ্যে রওনা হই। এবার ৩০০ টাকার ভাড়া ৫০০ টাকা চাচ্ছে।
তবে অভিযোগ অস্বীকার করে পরিবহন চালকরা বলছেন, ঈদের দিন হওয়ায় অনেক যাত্রী নিজেরাই বকশিশ হিসেবে বাড়তি কিছু টাকা দিচ্ছেন।
তিশা পরিবহনের চালক সুজন বলেন, আগের ভাড়াই নেওয়া হচ্ছে। তবে ঈদের দিন হওয়ায় বকশিশ দিচ্ছেন যাত্রীরা। কেউ দিতে না চাইলে জোর নাই।