300X70
শনিবার , ৯ জুলাই ২০২২ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

ঈদের দ্বিতীয় দিনের মধ্যে কোরবানি সম্পন্নের আহবান মেয়র শেখ তাপসের

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুলাই ৯, ২০২২ ৩:৪৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : ঈদের দ্বিতীয় দিনের মধ্যে কোরবানি সম্পন্নের আহবান জানালেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আজ শনিবার (৯ জুলাই) দুপুরে জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদ জামাত আয়োজনের সার্বিক প্রস্তুতিমূলক কার্যক্রম সরেজমিন পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে ঢাকাবাসীকে এই আহবান জানান ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস।

ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, “আমরা লক্ষ্য করি যে, অনেকেই ঈদের তৃতীয় দিনে কোরবানির পশু জবাই করে থাকেন। আমরা বিনীতভাবে নিবেদন করছি — তৃতীয় দিনের অপেক্ষায় যাতে কেউ না থাকেন। ঈদের দ্বিতীয় দিনের মধ্যেই যেন সকলেই কোরবানি সম্পন্ন করেন। কারণ বর্জ্য অপসারণে আমরা একটানা দীর্ঘ ৭২ ঘণ্টা কাজ করব। সেজন্য তাদেরও বিশ্রাম প্রয়োজন রয়েছে, ঈদের ছুটির প্রয়োজন রয়েছে।”

কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বরাবরের মতোই এবারও বিশাল কর্মযজ্ঞ গ্রহণ করা হয়েছে জানিয়ে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, “কোরবানির পশুর বর্জ্য এবং হাটের বর্জ্য — সবমিলিয়ে আমরা বিশাল এক কর্মযজ্ঞে লিপ্ত থাকি। সেই প্রস্তুতি আমরা এরই মাঝে সম্পন্ন করেছি। আজ রাত ১১টা হতে হাটের বর্জ্য অপসারণ কার্যক্রম আরম্ভ হবে। আগামীকাল কোরবানির পর দুপুর ২টা থেকে আমরা কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করব। আমরা আশাবাদী, পূর্বের ন্যায় এবারও সকল বর্জ্য ২৪ ঘন্টার মধ্যে অপসারণ করতে সক্ষম হবো।”

আলাপকালে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাত আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং আগামীকাল সকাল ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে, যেখানে একসাথে ৩৫ হাজার মুসল্লী ঈদের জামাতে অংশ নিতে পারবেন বলে জানান।

এ সময় তিনি ঢাকাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানান এবং স্বাস্থ্যবিধি মেনে জাতীয় ঈদগাহে নামাজ আদায়ের অনুরোধ করেন।

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, সচিব আকরামুজ্জামান, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, ঢাকা জেলার জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, দক্ষিণ সিটির পরিবহন মহাব্যবস্থাপক শহিদুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. ফজলে শামসুল কবির, ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ নজরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনিসুর রহমান, অঞ্চল-১ এর নির্বাহী প্রকৌশলী মিথুন চন্দ্র শীল প্রমুখ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এছাড়াও ঢাদসিক মেয়রের পরিদর্শনকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, গণপূর্ত অধিদপ্তর এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

* জাতীয় ঈদগাহ সংশ্লিষ্ট তথ্য-
– সকাল আটটায় জামাত অনুষ্ঠিত হবে।
– প্রধান ঈদ জামাতের মূল ইমামঃ
হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন, খতিব, জাতীয় মসজিদ বায়তুল মোকাররম
– বিকল্প ইমামঃ
মাওলানা সৈয়দ ওয়াহিদুজ্জামান, মুহতামিম, জামেয়া আরাবিয়া মিরপুর
– ক্বারীঃ
ক্বারী মাওলানা হাবিবুর রহমান মেশকাত, মুয়াজ্জিন, জাতীয় মসজিদ বায়তুল মোকাররম।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

শিক্ষার মানোন্নয়ন ও নকলমুক্ত সুষ্ঠু পরিবেশ গড়তে কঠোর বাউবি : প্রো-উপাচার্য ড. নাসরীন

গ্লোবাল ইসলামী ব্যাংকের আশুলিয়া শাখা নতুন ঠিকানায় স্থানান্তর

‘বাংলাদেশ থেকে ইন্টারনেট ব্যান্ডউইডথ আমদানি করতে ভুটানের আগ্রহ’

সিএনএন’র তারকা সাংবাদিক ক্রিস্টিয়ান আমানপো ক্যান্সারে আক্রান্ত

পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচিতে সকলকে সম্পৃক্ত হতে হবে : কৃষিমন্ত্রী

বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ পরিত্যক্ত, বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা

আইসিইউতে ফকির আলমগীর

ভাষা আন্দোলনের অজানা ইতিহাস নিয়ে আরো গবেষণার আহবান সংস্কৃতি প্রতিমন্ত্রীর

শেয়ারবাজারে লেনদেন ২টা পর্যন্ত

ঢাকা দক্ষিণ আ’লীগের ৩২ নম্বর ওয়ার্ড সভাপতি-সম্পাদককে অব্যাহতি

ব্রেকিং নিউজ :