# সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কর্মসূচি চলবে
বাঙলা প্রতিদিন ডেস্ক : বিএনপি আয়োজিত মহাসমাবেশে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দিয়েছেন, শনিবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকার সব গুরুত্বপূর্ণ প্রবেশপথে অবস্থান কর্মসূচি পালন করবে তার দল।
শুক্রবার সন্ধ্যা ৬টায় রাজধানীর নয়া পল্টনে মহাসমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন তিনি।
আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করতে হবে। এই সরকারের অধীনে দেশে আর কোনো নির্বাচন হবে না উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ।’
মির্জা ফখরুল বলেন, এই সরকার সব কিছু ধ্বংস করে দিয়েছে।
তারা নির্বাচন ব্যবস্থা শেষ করে দিয়েছে। এদের অধীনে আর কোনো নির্বাচন হবে না। দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। পদত্যাগ করতে হবে, সংসদ বিলুপ্ত করে নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।
মহাসচিবের কর্মসূচি ঘোষণার আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অডিও বার্তার মাধ্যমে মহাসমাবেশে আগতদের উদ্দেশে বক্তৃতা করেন। তিনি বলেন, আজকের এই মহাসমাবেশ কোনো দলের নয়, দেশের কোটি কোটি নির্যাতিত মানুষের না পাওয়ার বেদনার সমাবেশ; তাদের হারিয়ে যাওয়া স্বজন, ভোটাধিকার ও গণতন্ত্রের সমাবেশ।
কর্মসূচি ঘোষণার মধ্যে দিয়ে গত দুই দিনে স্থান পরিবর্তন, নেতাকর্মী গ্রেপ্তার, তারিখ পরিবর্তনসহ নানা শঙ্কা শেষে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে বিএনপির মহাসমাবেশ।
সমাবেশে মির্জা ফখরুল বলেছেন, এটা শুধু বিএনপির মহাসমাবেশ নয়, এটি বাংলাদেশের পরিবর্তনের মহাসমাবেশ। সারা দেশের মানুষ একটাই কথা বলছেন, টেকনাফ থেকে তেঁতুলিয়া, সবাই বলে জিয়া জিয়া। তাই আজ সবার দাবি একটাই, দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ।
বিএনপির মহাসচিব বলেন, দেশে বিদ্যুৎ, জ্বালানি, চাল, চিনি, তেলসহ সব জিনিসের দাম বেড়েছে। মানুষের জীবন অতিষ্ঠ। বিদ্যুৎ খাতে সরকার হাজার কোটি টাকা লুটপাট করেছে। প্রায় সব খাতে দুর্নীতি করে তারা সব টাকা বিদেশে পাচার করেছে।
কথা একটাই, এই সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। নির্বাচন হবে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে।
শুক্রবার বেলা ২টা ১০ মিনিটে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অস্থায়ী মঞ্চে কোরআন তেলাওয়াতের মাধ্যমে মহাসমাবেশ শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন ওলামা দলের আহ্বায়ক মাওলানা নেছারুল হক। সমাবেশের শুরুতে জিয়া পরিবারের সদস্যদের সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়।
বৃষ্টি এবং তীব্র গরম উপেক্ষা করে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজপথে বিএনপির নেতাকর্মীদের ‘দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ’ স্লোগানে মুখরিত ছিল নয়া পল্টন, কাকরাইল, কালভার্ট রোড, সেগুনবাগিচা, বিজয়নগর, পল্টন, ফকিরাপুল, আরামবাগ, মতিঝিল, দৈনিক বাংলা, মালিবাগ, শান্তিনগর ও মৎস্যভবন এলাকা।
মহাসমাবেশ বক্তব্য দিয়েছেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আমিনুল ইসলাম, সৈয়দ মোয়াজ্জেম হোসন আলাল, অ্যাডভোকেট মুজিবুর রহমান সরওয়ার, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, আমান উল্লাহ আমান, অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, জয়নাল আবেদীন ফারুক, আবুল খায়ের ভুঁইয়া, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, অ্যাডভোকেট আহমেদ আজম খান, শামসুজ্জামান দুদু, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বরকত উল্লাহ বুলু, এয়ারভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম, আব্দুল্লাহ আল নোমান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ড. আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাসসহ কেন্দ্রীয় নেতারা।
নেতাকর্মীদের ঢাকায় থাকার আহ্বান বিএনপির :
সরকারের পতনের দাবিতে আগামী দিনের দলীয় কর্মসূচি সফল করতে মহাসমাবেশে আসা নেতাকর্মীদের ঢাকা অবস্থান করতে আহ্বান জানিয়েছে বিএনপির নেতারা।
তারা বলছেন, এই সরকার নিজ থেকে ক্ষমতা ছাড়বে না। ভবিষ্যতে কোনও ঝড়তুফান মানবো না। গণতন্ত্র উদ্ধারের জন্য ঝড়তুফান মোকাবিলা করে দলের কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। তাই নেতারা নেতাকর্মীদের কর্মসূচি সফল করতে ঢাকায় থাকার জন্য আহ্বান জানান।
শুক্রবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত মহাসমাবেশ থেকে দলের নেতারা এসব কথা বলেন।
সমাবেশে সভাপতির বক্তব্যে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, যারা মহা-সমাবেশে এসেছে তারা কোথায় থেকেছে? হোটেলে বা আত্মীয়র বাড়িতে। যাদের আত্মীয়র বাড়ি নেই তারা ফুটপাতে থেকেছে।
পুলিশ আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। আমি তাদেরকে মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি। না হলে ৯০ এর মতো জেলের তালা ভেঙে আনব।
মানবাধিকার কর্মীদের জেলখানা পরিদর্শন করার আহ্বান জানিয়ে মির্জা আব্বাস বলেন, দেখেন জেলখানায় কীভাবে বিএনপির নেতাকর্মীরা অসহনীয় কষ্টে আছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বক্তব্যে কি শেখ হাসিনা ক্ষমতা থেকে নামবে? ভাষণে যদি দেশ স্বাধীন হতো, তাহলে শেখ মুজিবুর রহমানের ভাষণে দেশ স্বাধীন হতে হবে। দেশ স্বাধীন হয়েছে মুক্তিযুদ্ধের মাধ্যমে।
তিনি আরও বলেন, আমরা খালেদা জিয়ার মুক্তি চায়। কিন্তু আদালত তাকে জামিন দিলো না কেন। কারণ, এই উচ্চ আদালত, নিম্ন আদালত শেখ হাসিনাকে আবার ক্ষমতায় রাখতে চায়। সুতরাং যে আদালতে শেখ হাসিনার হাতের মুঠোয়, যে প্রশাসন তার হাতের মুঠো থেকে বেরুচ্ছে না সেই অবস্থায় ফয়সালা করতে হবে রাজপথে। যারা ঢাকায় আছেন, তারা ঢাকায় থাকেন। শেখ হাসিনার পদত্যাগের আগ পর্যন্ত ঘরে ফিরবেন না।
গয়েশ্বর আরও বলেন, এখন প্রধানমন্ত্রীর ছেলে-মেয়ে কোনও দেশে আছেন জনগণ জানে না। এখন শেখ হাসিনা কোন দেশে যাবেন তা তিনি জানেন না।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সংবিধানের অধীনে নির্বাচন হবে, এটা ভুলে যান। সংবিধান রেখেছেন, সংবিধান তো গিলে খেয়ে ফেলেছেন। এখন কোনও সংবিধান আছে? নির্বাচন কমিশন আছে? আমার বাংলাদেশের মানুষের ভোটাধিকার আবার চুরি করবেন, এটা হবে না। সংবিধান আপাতত একদিকে থাকুক।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, আমরা বাংলাদেশে নতুন করে গণতন্ত্র কায়েম করবো। খালেদা জিয়ার নির্দেশক্রমে, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ গণতন্ত্র ফিরিয়ে আনবে। আজকের সমাবেশ এই প্রত্যয় ব্যক্ত করছে।