প্রতিনিধি, ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানসহ ২০ শিক্ষক করোনার ভ্যাকসিন নিচ্ছেন আজ রোববার। দেশব্যাপী করোনাভাইরাসের ভ্যাকসিন প্রদানের মূল কর্মসূচি শুরু হচ্ছে আজ রোববার। এই কর্মসূচির অংশ হিসেবে তিনি ভ্যাকসিন নিচ্ছেন ।
রোববার সকাল দশটায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অগ্রাধিকার ভিত্তিতে তাদের এই টিকা প্রদান করা হবে।
ভ্যাকসিন নেওয়ার বিষয়টি নিশ্চিত করে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো আখতারুজ্জামান জানান, আগামীকাল আমরা ভ্যাকসিন নিবো। সরকারকে ধন্যবাদ আমাদের সুযোগ করে দেয়ার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য সবাই পর্যায়ক্রমে এই প্রক্রিয়ায় আসবে।
ভ্যাকসিন গ্রহণে সচেতনতা তৈরির পাশাপাশি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান উপাচার্য।
প্রথম দফায় ভ্যাকসিন নিতে যাওয়া ২০ শিক্ষকের এই তালিকায় রয়েছেন- উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আমিনা মহসিন, রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জিনাত হুদা, অধ্যাপক একে আজাদ চৌধুরী, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ওয়াহিদুজ্জামান, অধ্যাপক দিবা হোসেন, অধ্যাপক হুমায়ুন কবির প্রমুখ।