নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: আজ শুক্রবার থেকে নিরবচ্ছিন্ন গ্যাস পাবে শিল্পকারখানাগুলো। শিল্প শ্রেণির গ্রাহকদের প্রতিদিন চার ঘণ্টা করে গ্যাস ব্যবহার বন্ধের সিদ্ধান্ত থেকে গতকাল বৃহস্পতিবার সরে আসে পেট্রোবাংলা। আজ শুক্রবার থেকে এটি কার্যকর হবে বলে জানানো হয়।
গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পেট্রোবাংলা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত, অর্থাৎ প্রতিদিন মোট চার ঘণ্টা সব শিল্প শ্রেণির গ্রাহকদের গ্যাস ব্যবহার বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। এ সিদ্ধান্ত ২২ এপ্রিল থেকে কার্যকর হবে।
রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে গ্যাস রেশনিংয়ের সিদ্ধান্ত নেয় সরকার। এরই ধারাবাহিকতায় গত ৩০ মার্চ বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত মোট ছয় ঘণ্টা সব সিএনজি স্টেশন থেকে গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
এরপর গত ১১ এপ্রিল থেকে ঈদ পর্যন্ত বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রতিদিন মোট চার ঘণ্টা সব শিল্প শ্রেণির গ্রাহকদের গ্যাস ব্যবহার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।