নুর রহমান, নোয়াখালী প্রতিনিধি:
১৯৭০ সনের ভয়াল ১২ নভেম্বরে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার উপকূলীয় চরাঞ্চলে প্রায় ১০ হাজারের অধিক লোক নিহত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিহতদের স্মরণে বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যৌগে স¦ৃতিচারন মূলক আলোচনা সভা, মিলাদ মাহফিলের আয়োজন করে।
ওই দিন ঝড় ও জলোচ্ছ্বাসে নিহত ছাড়াও আহত হয় কয়েক হাজার লোক। আহতদের অনেকে এখনো পঙ্গু হয়ে অনাহারে অর্ধহারে জীবন-যাপন করছে। ঝড়ে ও জলোচ্ছ্বাসে নষ্ট হয়েছে কয়েক হাজার গাছ পালা। গবাদী পশু ও হাঁস মুরগী,ছাগল,ভেড়া সহ মারা যায় প্রায় লক্ষাধিক জীবজন্তু। ঢালচর, মৌলভীরচর, নিঝুমদ্বীপ, সুখচর, নলচিরা, উরিরচর, সাহেবানীর চর, হরনী, চানন্দী ইউনিয়ন সহ পুরো দ্বীপ ও চরাঞ্চলে প্রায় ১২-১৫ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হয়।
১৯৭০ সনের ১২ নভেম্বর প্রচার প্রচারণা ও বেড়িবাঁধ না থাকায় এত বড় ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান সাবেক প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাষ্টার জবিয়ল হক।তিনি আরো বলেন এখনো বড় ধরনের ঝড় জলোচ্ছ্বাস হলে ১৯৭০ সনের মত ক্ষয় ক্ষতি হবে। কেননা এখনো হাতিয়ার চার দিকে বেঁড়িবাঁধ নির্মান করা হয়নি। আমি ১৯৭০ সনে এস এস সি পরীক্ষার্থী ছিলাম। ওই সময় ঝড় ও জলোচ্ছাসে আমাদের ঘর বাড়িসহ সম্পুর্ন বই পুস্তক উড়িয়ে নিয়ে যায়। পরে আমাদের ওই পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। আমি অতি দ্রুত হাতিয়ার চারদিকে বেঁড়িবাঁধ নির্মান করার দাবি করছি।এদিকে হাতিয়ার সাবেক সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম ১৯৭০ সনের প্রলংয়নকরী ঘুর্ণিঝড় ও জলোচ্ছাসে নিহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।