নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : জাতীয় সংস্কৃতি ও কৃষ্টির উন্নয়ন, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষন ও প্রসারের মাধ্যমে সকল মানুষের জন্য শিল্প সংস্কৃতির প্রবাহ তৈরি করে শিল্প-সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠিতা করেছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ফলে আজ রোববার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
শিল্পের উৎকর্ষ সাধন, সকলের জন্য শিল্প সংস্কৃতি এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বাঙালি সংস্কৃতিকে প্রতিষ্ঠার লক্ষ্যে ৪৯ বছর যাবৎ কাজ করে চলেছে জাতির পিতার স্বপ্নের প্রতিষ্ঠান বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আজ রোববার (১৯ ফেব্রুয়ারি) দিবসটি উদযাপনে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করেছে শিল্পকলা একাডেমি।
সকাল ১০.০০টায় একাডেমির পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হবে। সকাল ১০.৩০মি. থেকে দশদিনব্যাপী একাডেমির সকল বিভাগের ৪৯ বছরের কার্যক্রম নিয়ে প্রদর্শনী চলবে। প্রদর্শনী হবে একাডেমির জাতীয় চিত্রশালার ২,৩,৪ এবং ৫ নং গ্যালারিতে।
বিকাল ৫ টায় একাডেমির নন্দনমঞ্চে প্রকাশনা উৎসব, একাডেমির বিভাগসমূহের কার্যক্রম নিয়ে প্রদর্শনীর উদ্বোধনী এবং আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন একাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় মাননীয় প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি , বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সচিব মো: আবুল মনসুর। আলোচনা শেষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
প্রদর্শনী চলবে ২৮ ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত। একাডেমির সাম্প্রতিক সময়ে প্রকাশিত গ্রন্থের প্রকাশনা উৎসব এবং একাডেমির সকল বিভাগের কার্যক্রম নিয়ে ১০ দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনী চলবে ২৮ ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত।
অনুষ্ঠানমালায় আপনার উপস্থিতি আমাদের প্রাণিত করবে।