নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন:
আজ শনিবার (২৮ আগস্ট) কথাসাহিত্যিক ও সাংবাদিক রাহাত খানের প্রথম মৃত্যুবার্ষিকী। তিনি ২০২০ সালের ২৮ আগস্ট মারা যান। তার জন্ম ১৯৪০ সালের ১৯ ডিসেম্বর কিশােরগঞ্জের তাড়াইল উপজেলার পূর্ব জাওয়ার গ্রামে। ১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন শেষে তিনি ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে শিক্ষকতায় যােগ দেন। ঢাকায় জগন্নাথ কলেজেও কিছুদিন শিক্ষকতা করেন। ১৯৬৯ সালে দৈনিক সংবাদে যােগ দেওয়ার মাধ্যমে শুরু হয় তার সাংবাদিক জীবন।
১৯৭২ সালে তিনি যােগ দেন দৈনিক ইত্তেফাকে সহকারী সম্পাদক হিসেবে। এখানেই তিনি সাংবাদিক হিসেবে আলােচিত হয়ে ওঠেন ‘সুহৃদ’ ছদ্মনামে ‘পথে-প্রান্তরেশিরােনামে নিয়মিত কলাম লেখার মাধ্যমে। রাহাত খান ২০০৯ সালে ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদত্রে দায়িত্ব পান। ২০১৩ সালে তার সম্পাদনায় প্রকাশিত হয় দৈনিক বর্তমান।
গল্প দিয়েই তিনি সাহিত্যজীবন শুরু করেছিলেন। তার প্রথম গল্পগ্রন্থ ‘অনিশ্চিত লােকালয়’ ১৯৭২ সালে প্রকাশিত হয়।
১৯৭৯ সালে সাপ্তাহিক বিচিত্রার ঈদ সংখ্যায় প্রকাশিত হয় রাহাত খানের প্রথম উপন্যাস ব-দ্বীপের ভবিষ্যৎ। এরপর ১৯৮২ | সাল পর্যন্ত সাপ্তাহিক বিচিত্রার ঈদ সংখ্যায় আরও দুটি উপন্যাস ‘অমল ধবল চাকরি’ ও ‘এক প্রিয়দর্শিনী’ প্রকাশিত হয়।
তার লেখা অন্য উপন্যাসের মধ্যে উল্লেখযােগ্য- মধ্য মাঠের খেলােয়াড়, ছায়াদম্পতি, শহর, হে শূন্যতা, হে অনন্তের পাখি, মন্ত্রিসভার পতন, দুই নারী এবং কোলাহল, আকাক্সক্ষা, হে মা-বঙ্গ, প্রতিপক্ষ, আকাশের ওপারে আকাশ, গন্তব্যে, ছায়াপাত এবং দিন যায় দিন আসে। এ ছাড়া তিনি “দিলুর গল্প’ নামে একটি শিশুতােষ গল্পগ্রন্থও লিখেছেন।
বর্ণাঢ্য ও কর্মময় জীবনে রাহাত খান একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, সুহৃদ সাহিত্য পুরস্কার, সুফী মােতাহার হােসেন পুরস্কার, আবুল মনসুর আহমদ স্মৃতি পুরস্কার, হুমায়ুন কাদির স্মৃতি পুরস্কার, ত্রয়ী সাহিত্য পুরস্কারসহ বহু পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।