নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: ৪০তম বিসিএসের চূড়ান্ত ফল আজ বুধবার প্রকাশ করা হবে। এ বিসিএসে কাস্টমস ক্যাডারে ৪০টি পদ বাড়তে পারে।
আজ বুধবার গণমাধ্যমকে সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে পিএসসি’র চেয়ারম্যান সোহরাব হোসাইন জানান, আমরা চলতি মাসেই ৪০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করতে চাই। সেভাবেই কাজ করা হচ্ছে। আশা করছি মার্চেই ৪০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করতে পারব।
উল্লেখ্য, ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৪০তম বিসিএসের আবেদন গ্রহণ শুরু হয় ওই বছরের ৩০ সেপ্টেম্বর থেকে। এই বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে তখনই বলা হয়েছিল। ক্যাডার অনুসারে প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়ার কথা এ বিসিএসে। তবে এসব পদের সঙ্গে বিসিএসে কাস্টমস ক্যাডারে আরও ৪০টি পদ বাড়তে পারে।