নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: এক সাব ইন্সপেক্টরের করা আদালত অবমাননার মামলা থেকে অব্যাহতি পেলেন পুলিশ মহাপরিদর্শক ও স্বরাষ্ট্র সচিবকে অব্যাহতি দিলেন আপিল বিভাগ।
রোববার (৪ ডিসেম্বর) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বিভাগ এ রায় দেন।
অব্যাহতি যারা পেলেন তারা হলেন, আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র সচিব জননিরাপত্তা বিভাগ মো. আমিনুল ইসলাম খান, অতিরিক্ত আইজিপি প্রশাসন মো. কামরুল আহসান এই তিনজনকে অব্যাহতি দিয়েছেন আপিল বিভাগ।