300X70
শুক্রবার , ১২ নভেম্বর ২০২১ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

আদিতমারীতে ৬টিতে নৌকা, ২টিতে অন্যান্য প্রার্থীর বিজয়

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
নভেম্বর ১২, ২০২১ ১:১৫ অপরাহ্ণ

এম এ মান্নান, লালমনিরহাট : লালমনিরহাটের আদিতমারী উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬টিতে নৌকা, একটিতে আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী (মটর সাইকেল) এবং একটিতে সতন্ত্র (ঘোড়া) প্রতীক প্রার্থী বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছে।৩ নং কমলাবাড়ী ইউনিয়ন পরিষদে ছাত্রলীগ নেতা ওমর মাহমুদ চিশতী (নৌকা প্রতীক) প্রাপ্ত ভোট- ৬,৩১৭, নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলা উদ্দিন আলাল ইসলামী শাষনতন্ত্র (হাত পাখা প্রতীক) প্রাপ্ত ভোট ৪,৭২৩। ৭ নং পলাশী ইউনিয়ন পরিষদে আলাউল ইসলাম ফাতেমী স্বতন্ত্র (ঘোড়া প্রতীক)-৫,৮৭৩নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু হিয়া ইউনুছ আহমেদ স্বতন্ত্র (মোটরসাইকেল প্রতীক)-৫,৫২৪। ৮নং মহিষখোচা ইউনিয়ন পরিষদে মোসাদ্দেক হোসেন চৌধুরী (নৌকা প্রতীক)- ৬,৩৮৯ নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মমতাজ উদ্দিন (মোটরসাইকেল প্রতীক)-৫,৭৫৩। ৪নং সারপুকুর ইউনিয়ন পরিষদে হুমায়ুন কবির স্বতন্ত্র আওয়ামীলীগ বিদ্রোহী (মোটরসাইকেল প্রতীক) ৫,৫২৭ নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আজিজুল ইসলাম প্রধান (নৌকা প্রতীক) ৪,৫৭৮ ৬নং ভাদাই ইউনিয়নে কৃঞ্চ কান্ত রায় বিদুর (নৌকা প্রতীক) ৬,৫৯০ নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রোকনুজ্জামান রোকন (আনারস প্রতীক) ৫,২২২। ৬ নং সাপ্টীবাড়ী ইউনিয়ন পরিষদে আব্দুস সোহরাব (নৌকা প্রতীক) ৬,৯৩৮ নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শামসুদ্দিন (হাতপাখা) ৪,৪৪৩। ১নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদে আসাদুজ্জামান ভুট্টা নান্নু (নৌকা প্রতীক) ৬,১৮২ নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সালেকুজ্জামান প্রামাণিক স্বতন্ত (ঘোড়া প্রতীক) ৩,৫৬৮। ২ নং ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদে মোহাম্মদ আলী (নৌকা প্রতীক) ৮,৮৬৬ নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আজাহারুল ইসলাম (হাত পাখা প্রতীক) ৭,০১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

উপজেলার ৮ ইউনিয়নে মোট ৮১ টি কেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষায়, নির্বাহী ম্যাজিষ্ট্রেট, বিজিবি, র‌্যাব, পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। এদিকে লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর ও পুলিশ সুপার বিপিএম আবিদা সুলতানা প্রত্যেকটি ইউনিয়নে নির্বাচন কেন্দ্রগুলি পর্যবেক্ষন করেছেন। কোন প্রকার অনাকাঙ্খিত ঘটনা ছাড়াই সুস্ঠু ও সুন্দর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :