কলকাতা থেকে মনোয়ার ইমাম : মাদলের তালে পা মেলালেন মমতা। উত্তরবঙ্গের একটি আদিবাসী গন বিবাহ এ গিয়ে আদিবাসী মহিলাদের সঙ্গে বিবাহ অনুষ্ঠানে নৃত্যরত মানুষ এর সঙ্গে পা মিলিয়েছেন। এদিন পশ্চিম বাংলা সরকারের পক্ষ থেকে ১৯৯ জন আদিবাসী যুবক ও যুবতী দের বিবাহ বন্ধনে আবদ্ধ করেদেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সেই অনুষ্ঠান সব খরচ বহন করে পশ্চিম বাংলা সরকার। এই যুবক ও যুবতী দের সাংসারিক জিনিসপত্র গুছিয়ে দেওয়া হয়। সোনা দানাসহ অন্যান্য জিনিসপত্র কিনে দেয় পশ্চিম বাংলা সরকার। এবং অনুস্ঠানের সব খরছ বহন করে পশ্চিম বাংলা সরকার।
সেই সঙ্গে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে, সেখানে আদিবাসী সম্প্রদায়ের মানুষের সঙ্গে নাচের তালে পা মেলালেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনীতি মহলের ধারণা আগামী দিনে পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচন কে সামনে রেখে এই সিদ্ধান্ত।
যাতে আদিবাসী সম্প্রদায়ের মানুষের পশ্চিম বাংলার তৃণমূল কংগ্রেসের ও মমতা বন্দ্যোপাধ্যায় উপর আস্থা রাখেন। বাস্তব এ কতটা প্রভাব ফেলবে তা আগামী নির্বাচনে বোঝা যাবে।